শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:১৯, ২৮ এপ্রিল ২০২১

আক্কেলপুরে ইরি-বোরো ধান কাটামাড়া শুরু, দামে খুশি কৃষক

আক্কেলপুরে ইরি-বোরো ধান কাটামাড়া শুরু, দামে খুশি কৃষক

জয়পুরহাটের আক্কেলপুরে ইরি-বোরো ধান কাটা মারা শুরু হয়েছে। এবার ধানের উৎপাদন ও দাম বেশি আশা করছেন কৃষকরা। বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতিমন ধান রকম ভেদে ৯,শ টাকা থেকে সাড়ে ৯,শ টাকা মন দরে কেনা বেচা চলছে।

বুধবার সরজমিনে উপজেলা আক্কেলপুর কলেজ হাটের ধান বাজারে গিয়ে দেখা গেছে, ধানের আমদানী তুলনামুলক ভাবে কম হলেও ধাণন বিক্রী করতে আসা শান্তা গ্রামের ফরহাদ হোসেন সরদার, রোয়ার গ্রামের আশরাফ আলী, আউয়ালগাড়ি গ্রামে জয়নাল আবেদ্বীন, শাহজালাল, দেলোয়ার হোসেন, ভিকনী গ্রামের আবু সাঈদ, হরিপুর গ্রামের আব্দুল মজিদ কৃষকদের সাথে আলাপ করলে তারা জানান, এ উপজেলায় পুরোদমে ধান কাটা মাড়া শুরু হতে আরো ৪/৫দিন সময় লাগবে প্রতিমন ধান রকমভেদে ৯,শ টাকা থেকে সাড়ে ৯,শ টাকায় বিক্রী করছেন।

কৃষকরা জানিয়েছেন, চলতি ইরি-বোরো মৌসুমে অনাবৃষ্টির কারণে জিরাশাইল (এ দেশে অঅনুমোদিত ভাবে প্রবেশ ইন্ডিয়ান জাত) জাতের উৎপাদন ব্যহত হয়েছে। জিরাশাইল জাতের ধানের উৎপাদনে ব্যাঘাত হলেও দেশীয় অন্যান্য জাতের ধানের উৎপাদন বেশির আশা করছেন।

মৌসুমের শুরুতে ধানের দাম বেশি পাওয়াতে কৃষকরা খশি। কৃষকদের দাবী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গত বছর যে ভাবে ধানের বাজার নিয়ন্ত্রণ করেছেন এবারও যেন নে পন্থা অবলম্বন করেন। কোন ভাবে যেন ধানের বাজার নিয়ন্ত্রন ফরিয়া ও মজুতদারদের হাতে না যায়। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের নজরদারীর উপর গুরুত্বারোপ করেছেন কৃষকরা।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়