শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:৩১, ৫ মে ২০২১

জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৭ কারখানাকে জরিমানা

জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৭ কারখানাকে জরিমানা

জয়পুরহাট হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ৭টি কারখানাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চণ্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোহাম্মদ নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় ধ্বংস করে দেওয়া হয় উৎপাদিত সেমাইগুলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে থাকি। এরই অংশ হিসাবে আজ গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করি।

সেখানে দেখি প্রতিটি কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করছে এবং সেগুলো বাজারজাত করছে। তাদের কারোরই অনুমোদন ছিল না। এ সময় ৭টি সেমাই কারখানাকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই সব কারখানায় উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়