বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:১০, ৮ জুন ২০২১

জয়পুরহাটে ‘বিকেল থেকেই দোকান-পাটসহ চলাচল বন্ধ’

জয়পুরহাটে ‘বিকেল থেকেই দোকান-পাটসহ চলাচল বন্ধ’

রোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় চলমান বিধিনিষেধ আরও কড়া করা হয়েছে।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়পুরহাটে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বিধি-নিষেধ আরও কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন,জয়পুরহাট সদর পৌর সভা ও পাঁচবিবি পৌর এলাকায় আজ ৭ জুন থেকে বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দোকান-পাটসহ বাস চলাচল বন্ধ’ থাকবে তবে খাবার ও ঔষধ দোকান খোলা থাকবে। এবং দূরপাল্লার বাস চলাচল করবে।

এখন থেকে রাত ৮ টার পরিবর্তে বিকেল ৫টা থেকে সব দোকান-পাট এবং মানুষের চলাচল বন্ধ রাখার নির্দ্শেনা দেওয়া হয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়