শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৩১, ১০ জুন ২০২১

বজ্রসহ ভারী বর্ষণের কবলে পড়তে পারে আট অঞ্চল

বজ্রসহ ভারী বর্ষণের কবলে পড়তে পারে আট অঞ্চল

দেশের আট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে ভারী বর্ষণের আভাস পাওয়া গেছে। 

বুধবার ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য পাওয়া গেছে। 

আবহাওয়া অফিসের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পশ্চিমের মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এতে আরো উল্লেখ করা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

আজ বুধবারের তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়