সন্তানের আচরণ বদলে গেছে? তাকে বোঝেন তো?
আমার আদরের ছেলেটা হঠাৎ কেন এমন হয়ে গেল? ওকে যেন একেবারেই চিনতে পারছি না। ও যেন অন্য একজন মানুষ। তার বাবা-মায়ের প্রতি এত রাগ কেন, কেন কোনো কথা শোনে না? নিজের ইচ্ছেমত সব কাজ করতে চায়। কি আমাদের অপরাধ? এত আদর, এত যত্ন করে ওকে বড় করছি, এই কি তার ফল? - এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন একজন মা।
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ২০:০০