বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৩:০৮, ১৮ ডিসেম্বর ২০২১

উ. কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি-মদ্যপান-কেনাকাটা নিষিদ্ধ

উ. কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি-মদ্যপান-কেনাকাটা নিষিদ্ধ

অদ্ভুত আইনের জন্য বরাবরের মতোই সমালোচনার অংশ থাকে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উং এবার তেমনই এক উদ্ভট আইন জারি করেছেন। ১১ দিনের জন্য উত্তর কোরিয়ায় হাসি, মদ্যপান ও কেনাকাটা নিষিদ্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তর কোরিয়ার প্রাক্তন সর্বোচ্চ নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এ সিদ্ধান্ত নেন। শুক্রবার ছিল কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। তাই উত্তর কোরিয়াবাসীর কাছে দিনটি খুবই শোক ও দুঃখের। দিনটিকে বিশেষভাবে সম্মান জানাতে অভিনব পথ বেছে নিয়েছে পিংয়ইয়ং।

কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি, জন্মদিন, মদ্যপান, কেনাকাটা নিষিদ্ধ করছে কিম প্রশাসন। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১১ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ