• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

ট্রেন ফেলে মদের নেশায় ছুটলেন চালক, এক ঘণ্টা বিলম্ব যাত্রীদের

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৫ মে ২০২২  

পুরি খাওয়ার জন্য রাজস্থানের আলওয়ারের দৌড়পুর ক্রসিংয়ে নিয়মিত ট্রেন থামাতেন এক চালক। গত ফেব্রুয়ারি মাসে এ ঘটনা জানাজানি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার আরও মারাত্মক অভিযোগ উঠলো দেশটির এক সহকারী চালকের বিরুদ্ধে। অভিযোগ, যাত্রীবাহী ট্রেন দাঁড় করিয়ে মদ্যপান করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। যার কারণে বিহারের এক স্টেশনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী ট্রেনটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত সোমবার (২ মে) ট্রেনটি বিহারের সমস্তিপুর থেকে সহরসায় যাচ্ছিলো। মাঝপথে সেটি হাসানপুর স্টেশনে দাঁড়ায় রাজধানী এক্সপ্রেসকে পথ ছাড়ার জন্য। এ সুযোগেই সহকারী লোকো চালক করণবীর যাদব ট্রেন থেকে নেমে যান।

হাসানপুর স্টেশনে সাধারণত দুই মিনিট দাঁড়ায় ট্রেনটি। কিন্তু সহকারী চালক না থাকায় সিগন্যাল হয়ে গেলেও স্টেশনে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয় সেটিকে। সময় মতো ট্রেন না ছাড়ায় ও গরমের মধ্যে হইচই শুরু করে দেন যাত্রীরা।

হাসানপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মনোজ কুমার চৌধুরী বলেন, যাত্রীরা বিক্ষোভ শুরু করলে আমরা চালকের কেবিনে যাই। গিয়ে দেখি সহকারী চালক করমবীর যাদব ওরফে মুন্না ইঞ্জিন রুমে নেই।

পরে বাধ্য হয়ে রেলওয়ে পুলিশকে ডাকা হয়। অনেকক্ষণ চেষ্টার পর তারা করমবীরকে খুঁজে পান স্থানীয় বাজারে। তবে সেসময় তিনি এতটাই মদ্যপ ছিলেন যে, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। তার কাছ থেকে আধ-বোতল মদও উদ্ধার করে পুলিশ।

পরে সেই সহকারী চালককে গ্রেফতার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অলোক আগরওয়াল।

সূত্র: সংবাদ প্রতিদিন, ডিএনএ ইন্ডিয়া

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট