• বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

কাবুলের মসজিদের কাছে বিস্ফোরণ নিহত ৪, আহত ১০

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের কাছে বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার এ হামলা হয়। দেশটির একটি হাসপাতাল নিহতদের এসব সংখ্যা নিশ্চিত করেছে। এর ফলে ধোঁয়ার একটি কুণ্ডলী আকাশে উঠেছিল। বিস্ফোরণের কয়েক মিনিট পরে শহরের কূটনৈতিক কোয়ার্টারে গুলি চালানো হয়েছিল।

কাবুলের ইতালীয় ইমার্জেন্সি হাসপাতাল বলেছে যে তারা ১৪ জন আহতকে হাসপাতালে ভর্তি করেছিল। তাদের মধ্যে চারজন হাসপাতালে পৌঁছানোর সময় মারা গেছেন। কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, মসজিদের কাছে প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। টাকোর বলেন, পুলিশের দল ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে। আফগানিস্তানের মসজিদগুলো এর আগেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। 

বর্তমানে ওয়াজির আকবর খান মসজিদের কাছে এ বিস্ফোরণটি হয়েছে। এর আগে ২০২০ সালে এখানে একটি বোমা হামলা হয়েছিল। ওই সময় মসজিদের ইমামসহ দু’জন নিহত হয়েছিল।

সূত্র : এপি

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট