• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

৩০ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে যমজ শিশুর জন্ম

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

৩০ বছরের বেশি সময় ধরে হিমায়িত থাকা ভ্রূণ থেকে জন্ম হয়েছে যমজ শিশুর। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ওই ঘটনা নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। বিবিসি জানিয়েছে, ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে ওই ভ্রূণ হিমায়িত ছিল। গত ৩১ অক্টোবর তাদের জন্ম হয়েছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার জানিয়েছে, গত ৩১ অক্টোবর লিডিয়া ও টিমোথির জন্ম হয়েছে। র‍্যাচেল নামে এক নারী ওই যমজের জন্ম দিয়েছেন। অবশ্য আগে থেকেই তার চার সন্তান রয়েছে।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে যে কেউ তাদের ভ্রূণ সংরক্ষণ করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দম্পতি চাইলে সেখান থেকে ভ্রূণের মান, বয়স ও ভ্রূণদাতা সম্পর্কে জেনে তা নিতে পারেন। এ জন্য কোনো অর্থ খরচ করতে হয় না।

ফিলিপ এবং র‍্যাচেল দম্পতির ইচ্ছা ছিল, ওই রকম হিমায়িত একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেওয়া। যদিও তাদের ঘরে আগে থেকেই চার সন্তান রয়েছে; যাদের একজনের বয়স ৮, একজনের ৬, আরেকজনের ৩ এবং সবচেয়ে ছোটটির বয়স ২ বছর। এদের কেউ-ই অবশ্য দাতাদের কাছ থেকে নেওয়া ভ্রূণ থেকে জন্ম নেয়নি।  

ফিলিপ জানিয়েছেন, আমাদের চার সন্তান রয়েছে আগে থেকেই। তার পরেও একটি বড় পরিবার গড়ে তোলার লক্ষ্যে আমি আইভিএফ পদ্ধতি বেছে নিয়েছিলাম। র‍্যাচেল জানান, তারা ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টারে গিয়ে জানতে পারেন, সেখানে ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে একটি ভ্রূণ সংরক্ষিত রয়েছে। তবে ভ্রূণদাতার নাম অজানা।  

ফিলিপ-র‍্যাচেল দম্পতি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন, ভ্রূণটিকে তাঁরা পৃথিবীর আলো দেখাবেন। যুক্তরাষ্ট্রে ভ্রূণ নেওয়ার ঘটনা নতুন না হলেও ৩০ বছরের পুরনো ভ্রূণ থেকে সন্তান জন্ম দেওয়ার ঘটনা প্রথম।  

চলতি বছরের ৩১ অক্টোবর অবশেষে পৃথিবীর আলো দেখেছে সেই ভ্রূণ থেকে জন্ম নেওয়া দুই শিশু লিডিয়া ও টিমোথি। সন্তান দুটি জন্ম নেওয়ার পর উচ্ছ্বসিত ফিলিপ সাংবাদিকদের বলেছেন, পুরো প্রক্রিয়া নিয়ে আমরা খুব উত্তেজনার মধ্যে ছিলাম। কিন্তু সবচেয়ে পুরনো ভ্রূণ থেকে শিশুর জন্ম দিয়ে কোনো রেকর্ড গড়ার ইচ্ছা আমাদের ছিল না।
সূত্র : বিবিসি

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট