বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:০০, ১৩ জানুয়ারি ২০২৩

ভারতে জোশিমঠের পর এবার বাগপতের কয়েকটি বাড়িতে ফাটল

ভারতে জোশিমঠের পর এবার বাগপতের কয়েকটি বাড়িতে ফাটল

ভূমির গঠনগত পরিবর্তনের কারণে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের জোশিমঠ ও কর্ণপ্রয়াগের একাধিক বাড়িতে মারাত্মক ফাটল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। এমন প্রেক্ষাপটে এবার দেশটির উত্তরপ্রদেশের বাগপতে কয়েকটি বাড়িতে ফাটল দেখা গেছে বলে বৃহস্পতিবার দাবি করলেন স্থানীয়রা।

বাঘপতের অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, জেলার ঠাকুরদ্বারা এলাকায় ৪-৫টি বাড়িতে ফাটল দেখা গেছে। কী কারণে ফাটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছে জেলা প্রশাসন। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে অতিরিক্ত জেলাশাসক বলেছেন, ‘‘আমরা দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখছি। সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে।’’

যদিও স্থানীয়রা দাবি করেছেন, এলাকার প্রায় ২৫টি বাড়িতে মারাত্মক ফাটল দেখা গেছে। কয়েকটি ফাটল বিপজ্জনক। মাটির নীচে গ্যাসের পাইপলাইন পাতার পর জলের পাইপলাইন ফেটেছে। তার কারণে মাটি ধসে বাড়ির দেওয়ালে ফাটল ধরে বলে দাবি করেছেন স্থানীয়রা। অন্যদিকে, গত পাঁচ দিনে আলিগড়ের কানওয়ারগঞ্জে এক ডজন বাড়িতে ফাটল দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এ কারণে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। সেই ঘটনার কয়েক দিনের মাথায় বাগপতের ফাটল ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়