• শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৬ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

শিশুদের শৃঙ্খলা শেখাতে সূর্য ওঠার আগেই স্কুল শুরু ইন্দোনেশিয়ায়

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

শিশুদের শৃঙ্খলা শেখাতে সূর্য ওঠার আগেই স্কুল শুরুর পাইলট প্রকল্প চালু করেছে ইন্দোনেশিয়া। দেশটিতে স্কুল শুরু হচ্ছে ভোর সাড়ে পাঁচটায়। অপরদিকে সেখানে বর্তমানে সূর্য ওঠে ছয়টার দিকে। তবে সরকার শিশুদের শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ নিলেও অভিভাবকরা ক্ষুব্ধ। এত ভোরে সন্তানদের স্কুলে পাঠানোর বিষয়টি তারা ভালোভাবে নিতে পারেননি।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ইন্দোনেশিয়ার কুপাং এ ১০টি উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই নিয়ম চালু করা হয়েছে। শিশুদের শৃঙ্খলা জোরদার করার জন্যই এমন সিদ্ধান্ত। তবে অভিভাবক এবং বিশেষজ্ঞরা এই প্রকল্পের সমালোচনা করেছেন। তারা বলছেন যে, ঘুম কম হওয়ার কারণে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারে।

অভিভাবকরা জানিয়েছেন যে, তাদের বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফেরার সময় 'ক্লান্ত' হয়ে গেছে। তারা তাদের বাচ্চাদের ভোরের আগে স্কুলে যাওয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ক্লাস ধরার জন্য কাউকে কাউকে ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠতে হচ্ছে। একজন মা বলেন, 'এটি অত্যন্ত কঠিন। অন্ধকার থাকতেই তাদের এখন বাড়ি ছেড়ে যেতে হবে। আমি এটা মেনে নিতে পারছি না। অন্ধকার এবং চারদিকে নীরব থাকায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না।'

নুসা সেন্ডানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিশেষজ্ঞ মার্সেল রোবট বলেন, দীর্ঘমেয়াদে ঘুমের ঘাটতি শিক্ষার্থীদের স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে এবং আচরণে পরিবর্তন আনতে পারে।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট