• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

সোনার আইসক্রিম, দাম শুনলে চমকে যাবেন!

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ৮ মে ২০২৩  

দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে ফিউশন খাবার। ইন্টারনেটে প্রায়শই এই ধরনের খাবারের অজস্র ভিডিও চোখে পড়ে। কখনও আলু সবজি দিয়ে জিলেপি, কখনও বা চকলেট ফুচকা, কখনও আবার কাঁচামরিচের রসগোল্লা। অনেকেই এই ধরনের অদ্ভুত সংমিশ্রণের খাবার চেখে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

সেই তালিকায় এবার সংযোজন হলো সোনার কুলফি! মাত্র ৩৫১ রুপি (৪৩০ টাকা প্রায়) দামে বিক্রি হওয়া এই গোল্ড কুলফিই এখন সামাজিক মাধ্যমে নতুন উন্মাদনার বস্তু।

মধ্যপ্রদেশের ইন্দোরের সারাফা এলাকায় এক আইসক্রিম বিক্ৰেতা এমন অভিনব কুলফি বিক্রি করছেন। ‘প্রকাশ কুলফি’ নামের সেই দোকানে সাধারণ কুলফিকে ২৪ ক্যারাটের সোনার তবকে মুড়ে দেওয়া হচ্ছে। তখনই এক ঝটকায় তার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৩৫১ রুপি।

ইনস্টাগ্রামে একটি হ্যান্ডেল থেকে গোল্ড কুলফি বানানোর ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে কুলফির পাশাপাশি নজর কাড়ছেন বিক্রেতাও। সাদা শার্ট ও পায়জামা পরা ওই ব্যক্তির সারা গায়ে অজস্র সোনার গয়না। গলায় একাধিক মোটা হার, দুই হাতের ৮ আঙুলে বিশালাকার আংটি, দুই কবজিতে ভারী ব্রেসলেট।
 
ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। ইতোমধ্যেই প্রায় দশ লাখ মানুষ দেখে ফেলেছেন সেটি। নেটিজেনদের অনেকেই কুলফির দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার সোনার তবকটি আদৌ ২৪ ক্যারাট সোনার কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।

একজন লিখেছেন, ‘প্রতি ৩৫১ রুপি জমছে, ওর একটা করে সোনার গয়না হচ্ছে।’ অন্যজন লিখেছেন, ‘২৫ রুপির সোনালি মোড়ক দিয়ে কাজ চালাচ্ছেন’। আরেকজন লিখেছেন, ‘খেয়েছি, একেবারেই পোষায়নি’।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট