• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

উন্নয়নে আশাবাদী কাশ্মিরিরা, বাড়ছে উদ্যোক্তা

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এছাড়া পূর্বের তুলনায় উপত্যকার অর্থনৈতিক ও সামাজিক সুবিধার বিষয়ে আশাবাদী হয়ে উঠছেন বাসিন্দারা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কাশ্মিরে ৩৭০ ধারা বাতিলের পর এই গতি ত্বরান্বিত হয়েছে। কিছু নিয়ম বদল ও কিছু বাতিল হওয়ায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করা আরও সহজ হয়েছে।

এই এলাকায় উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন নতুন উদ্যোগও চালু করেছে। এটি স্থানীয় উদ্যোক্তাদের সফল হওয়ার আরও সুযোগ করে দিচ্ছে। টেমস ইনফোটেকের সিইও এবং প্রতিষ্ঠাতা শেখ আসিফ একজন বহু-প্রতিভাবান উদ্যোক্তা। দৃঢ় সংকল্প এবং অবিচল মনোভাবের মাধ্যমে তিনি ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং এবং প্রভাবিত করার মতো বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন।

২০১৭ এবং ২০১৮ সালে তিনি ব্রিটেনের সেরা ওয়েবসাইট বিশেষজ্ঞ পুরস্কার, ২০১৯ সালে গুড ফার্মস দ্বারা শীর্ষ ওয়েব ডিজাইনার, ইন্ডিয়ান গ্লোরি অ্যাওয়ার্ড দ্বারা শীর্ষ ডিজিটাল মার্কেটার ২০২১ এবং ২০২২ মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মান অর্জন করেছেন তিনি। পদ্মশ্রী ভারতের চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। উদ্ভাবনের প্রতি আসিফের আবেগ এবং তার ব্যতিক্রমী দক্ষতা তাকে একটি বিশিষ্ট স্থান দিয়েছে।

একইভাবে রাইস আহমেদ এবং তার স্ত্রী নিদা রেহমান তাদের গ্রাহকদের স্বাস্থ্যকর ঘরে রান্না করা খাবার সরবরাহের উদ্যোগ 'টিফিন' গ্রহণ করেন। রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও দম্পতি তাদের লক্ষ্যে অটল ছিলেন এবং স্বপ্নের প্রকল্প চালু করেন। আজ টিফিন উপত্যকায় একটি জনপ্রিয় খাদ্য বিতরণ পরিষেবা, যা সুস্বাদু এবং পুষ্টিকর খাবারের জন্য পরিচিত।

এছাড়া তরুণ উদ্যোক্তা হুজাইফা, ইকরা আহমেদসহ হাজার হাজার যুবক-যুবতীরা তাদের লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে মাঠে নেমেছেন এবং সফল হয়েছেন। স্থানীয় উদ্যোক্তা, সমাজকর্মী এবং ছাত্ররা সকলেই এই অঞ্চলে উন্নয়নের ব্যাপারে আশাবাদী।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট