যুক্তরাজ্য সফরে যাচ্ছেন দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল রাজা তৃতীয় চালর্সের আমন্ত্রণে আগামী নভেম্বরে রাষ্ট্রীয়ভাবে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। মঙ্গলবার বাকিংহাম প্যালেস এই কথা জানিয়েছে। চার্লসের মা রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছর সেপ্টেম্বরে চার্লস রাজার দায়িত্ব গ্রহণ করার পর যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আসা ইউন হবেন দ্বিতীয় বিদেশী নেতা।
এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত নভেম্বরে প্রথম বিদেশী নেতা হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেন। ৭৪ বছর বয়সী চার্লস এবং ৭৬ বছর বয়সী তার পতœী ক্যামিলা ৬২ বছর বয়সী ইউন এবং ৫১ বছর বয়সী তার স্ত্রী কিম কিওন হী’কে বাকিংহাম প্যালেসে এই আমন্ত্রণ জানাবেন। এই সফরের তারিখ এখনো জানানো হয়নি। দক্ষিণ কোরিয়ার নেতা গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফর চলাকালে বিশ্বের মনোযোগ আকর্ষণ করেন। এ সময় তিনি তার প্রিয় গান ‘আমেরিকান পাই’ পরিবেশন করে অতিথিদের অবাক করে দেন।
জাগ্রত জয়পুরহাট