শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১৬, ২৭ মে ২০২০

মুন্সীগঞ্জে পাকা ধান কেটে দিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ

মুন্সীগঞ্জে পাকা ধান কেটে দিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাক আহমেদ নূর নবীর নেতৃত্বে নেতাকর্মীরা কৃষক দেবু কর্মকারের জমির পাকা ধান কেটে দেন।

বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ওই কৃষকের জমির পাকা ধান কাটতে নামেন নেতাকর্মীরা। পরে দেড় ঘণ্টায় ৯১ শতাংশ জমির পাকা ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দেন তাঁরা।

কৃষক দেবু কর্মকার জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে শ্রমিক সংকটে তাঁর জমির পাকা ধান কাটতে পারছিলেন না। এরই মধ্যে বৃষ্টিতে জমির পাকা ধান তলিয়ে যায়। পরে তিনি উপজেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ নূর নবীর সঙ্গে কথা বলে সহযোগিতা প্রার্থনা করেন। এতে ওই যুবলীগ নেতার নেতৃত্বে ৪০-৪৫ নেতাকর্মী আজ সকালে পাকা ধান কাটতে তাঁর জমিতে নামেন।

উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাক আহমেদ নূর নবী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির নির্দেশে কৃষকের জমির পাকা ধান কেটে দেন দলীয় নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা জমিতে পাকা ধান কাটতে শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা কৃষক দেবু কর্মকারের ৯১ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দেন তাঁরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক খালাসী, সঞ্চয় মন্ডল, ইমরান হোসেন লিমন, আল আমিন খালাসী, আল আমিন, রাজিব দাস প্রমুখ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ