• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২৭ হাজার টাকার বিশাল বাগাড় মাছ

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২  

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনার ৭নং ফেরিঘাটের নিচু এলাকায় ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। সোমবার ভোরের দিকে জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার জেলে জয়নাল সরদার জানান, দৌলতদিয়ার পদ্মা নদীতে রোববার রাতে আমার কয়েকজন সহযোগীকে নিয়ে নদীতে মাছ ধরতে যাই। রাতে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকি। হঠাৎ সোমবার ভোরের দিকে মাছ জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সহযোগীদের সঙ্গে একটু সময় নিয়ে জাল তুলতেই দেখি বিশাল আকৃতির একটি বাগাড় মাছ।
বিশাল বাগাড় মাছটি সকাল ৭টার দিকে বিক্রির জন্য তখন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে নিয়ে আসি। সম্রাট শাহজাহান মাছটি আমার কাছ থেকে এক হাজার ১০০ টাকা কেজি দরে সেটি কিনে নেন। দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাটে বাগাড় মাছটি বেঁধে রাখা হয়েছে। সেটি একনজর দেখার জন্য উৎসুক জনতা প্রচুর ভিড় করছে বলে জানান।

এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে আমি খবর পাই পদ্মায় এক জেলের জালে বিশাল একটি বাগাড় মাছ ধরা পড়েছে। নদীর পাড়ে গিয়ে তাদের ডেকে এনে আমার মাছের দোকানে উন্মুক্ত নিলামের মাধ্যমে বাগাড় মাছটি প্রতি কেজি এক হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ১০০ টাকায় কিনে নিয়েছি। মাছটি প্রতি কেজি এক হাজার ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে, এই জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রির জন্য যোগাযোগ করছি বলে জানান।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট