• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

১১ ঘন্টা কবরে থেকে ভিডিও ধারণ, দুই ভাই আটক

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

বগুড়ায় ২৪ ঘন্টা কবরে থাকার চ্যানেঞ্জ নিয়ে ইউটিউব ভিডিও করার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে সকাল সাড়ে ১০ টার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, ওই গ্রামেরই মোকছেদ আলীর ছেলে আবু হাসান (২৮ ) ও মিজানুর রহমান রনি(২৪)।এদের মধ্যে মিজানুর ১১ ঘন্টা কবরে থেকে ভিডিও করে এবং আবু হাসান বাইরে পাহাড়া দেয়।  এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার এসআই শামীম হাসান।

তিনি জানান, আটক দুই ভাই নিজেদের বাড়ির উঠানেই খবর খনন করেন। এরপর রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে বৈদ্যুতিক বাতি, কাথা কম্বল, বালিশ, ক্যামেরা ও কিছু খাবারের সাথে পানির বোতলসহ মিজানুর রহমান কবরে প্রবেশ করেন। তার বড় ভাই আবু হাসান মাটি চাপা দিয়ে কবরের উপরের অংশ ঢেকে বাহিরের দৃশ্য ভিডিও করেন। অক্সিজেন ও আলো-বাতাস সরবারহ স্বাভাবিক রাখার জন্য তারা কবের মধ্যে বৈদ্যুতিক বাল্ব এবং উপরে ফ্যান স্থাপন করেন।

সোমবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের পাশাপাশি সমালোচনাও শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে রনি ও তার বড়ভাই আবু হাসান আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোষ্ট করার জন্য তিনি এই কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট