শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:০৯, ৭ সেপ্টেম্বর ২০২২

থানা চত্বরে সবজি চাষ, প্রশংসায় ভাসছেন ওসি

থানা চত্বরে সবজি চাষ, প্রশংসায় ভাসছেন ওসি

কুড়িগ্রাম সদর থানা চত্বরের ৫০ শতক পতিত জমিতে বিভিন্ন শাকসবজি চাষ করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার। পতিত জমির সদ্ব্যবহার ও পরিবারের শাকসবজির চাহিদা পূরণ করতে পেরে খুশি থানার পুলিশ সদস্যরাসহ অন্যরা।

সরেজমিনে দেখা যায়, থানা চত্বরে প্রায় ৫০ শতক পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে ওসির উদ্যোগে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। কলমিশাক, পুঁইশাক, লালশাক, বেগুনসহ বিভিন্ন সবজি। অবসর সময় সবজি ক্ষেত দেখাশোনা করেন থানার পুলিশ সদস্যরাই। থানার পুলিশ ছাড়াও স্থানীয়দের অনেকে এখানকার সবজি তুলে পরিবারের চাহিদা মেটাচ্ছেন।

সদর পাঁচগাছী থেকে আসা আয়নাল হক বলেন, ‌‌‘থানার চারদিকে বিভিন্ন প্রকার শাকসবজির চাষ দেখে খুব ভালো লাগলো। যেসব জায়গায় সবজির বাগান করা হয়েছে আগে তো এসব জায়গা নোংরা ছিল। এসব জায়গায় সবজি চাষ করার কারণে থানার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।’

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, ‘আমাদের ওসি স্যার এখানে বিভিন্ন সবজির চাষ করেছেন। আমি পরিবার নিয়ে থাকি। আমার সবজির চাহিদা অনেকটা এখান থেকে মিটছে।’

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ‘আমাদের পুলিশ সুপারের নির্দেশনা রয়েছে সরকারি যেসব অফিসের আনাচে-কানাচে পতিত জায়গা আছে সেখানেই শাকসবজির বাগান করতে হবে। আমরা তারই ধারাবাহিকতায় থানার চারদিকে বিভিন্ন প্রকার শাকসবজি চাষ করেছি। আবাদ মোটামুটি খুব ভালো হয়েছে। এসব সবজি ওঠার পর নতুন করে শাকসবজি চাষ করা হবে।’

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন মিয়া বলেন, থানা চত্বরে সবজি চাষ খুবই ভালো উদ্যোগ। কৃষি বিভাগ থেকে এ বিষয়ে সবধরনের সহযোগিতা করা হবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়