• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

বড়শিতে উঠলো ৩০ কেজির কাতল

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২  

বরিশাল জেলার বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গা সাগর দীঘিতে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ বড়শিতে উঠেছে। সোমবার বিকেলে গণমাধ্যমে তথ্য ও ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন শৌখিন মৎস্য শিকারি কামরুজ্জামান লিখন। এর আগে, রোববার রাতে মাছটি শিকার করা হয় বলে জানান তিনি।

বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের ইছাকাঠি সড়ক এলাকার বাসিন্দা লিখন জানান, পাঁচ হাজার টাকার টিকিট গত বৃহস্পতিবার থেকে দীঘিতে চারটি ছিপের বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন তিনি। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তার বড়শিতে কাতল মাছটি ধরা পড়ে।

তিনি আরো জানান, মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন। বরিশাল জেলা প্রশাসনের মালিকানাধীন দীঘিতে টিকিটের বিনিময়ে যে কেউ মৎস্য শিকার করতে পারেন। দিঘি এলাকায় অফিস থেকে পাঁচ হাজার টাকার মূল্যে টিকিট সংগ্রহ করে মাছ শিকার করা যায় বলে জানিয়েছেন তিনি।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট