• বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

প্রায় হাজার ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের উল্লাস

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্যের ব্রাজিলের পতাকা নিয়ে উল্লাস করেছেন সমর্থকরা। আজ মঙ্গলবার বিকেলে আর্জেন্টিনার খেলা চলছিল সে সময় ব্রাজিল সমর্থকরা নিজেদের পছন্দের দলের পতাকা নিয়ে উল্লাস করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ঈশ্বরগঞ্জ স্মার্ট বাইকারের প্রতিষ্ঠাতা ও ব্রাজিল সমর্থক নাজমুস সাকিবের উদ্যোগে প্রায় এক হাজার ফুট লম্বা ব্রাজিলের পতাকা নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রা করে ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রাটি উপজেলার পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্রাজিল সমর্থক মাহবুবুর রহমান, ব্রাজিল সমর্থক আনোয়ার হোসেন মুন্না, সামি, সাখাওয়াত,আরিফুল হক, জনি প্রমুখ।

এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের খেলা। ঈশ্বরগঞ্জে ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে চলছে রীতিমতো প্রতিযোগিতা। দলগুলোর সমর্থকদের কে কতো বড় পতাকা, ব্যানার, র‌্যালি করবে তা নিয়ে ব্যস্ত অনেকে। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম খেলা আগামী শুক্রবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায়। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক আরিফুল হক বলেন, ‘এবার ব্রাজিল হেক্সা মিশনে সফল হবেই।’

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক ক‌বির বলেন, ‘আর্জেন্টিনা এবার ভালো দল। মে‌সিরও শেষ বিশ্বকাপ। তবে ব্রাজিলের নান্দনিক ফুটবলের সামনে আর্জেন্টিনা টিকবে না।’

ঈশ্বরগঞ্জ স্মার্ট বাইকারের প্রতিষ্ঠিতা ও ব্রাজিলের শোভাযাত্রার উদ্যোক্তা নাজমুস সাকিব বলেন, ‘ছোট বেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের নান্দনিক ফুটবল যাদু দেখেই আমি এদলকে সমর্থন করি। বিশ্বকাপে ব্রাজিলের এই দলটি টিমভিত্তিক নিজেদের সর্বোচ্চটা দিতে পারলে এবং বস নেইমারের সামর্থ্যের সবটুকু প্রয়োগ করতে পারলে এবার ব্রাজিল ছয় নম্বর বিশ্বকাপ (হেক্সা) জিতবে নিশ্চিত। আর এই র‌্যালির আয়োজন ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসার প্রকাশ মাত্র। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা আশাবাদী ব্রাজিল বিশ্বকাপ নেবে।’

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট