• বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০

  • || ১০ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

দিনাজপুরে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম!

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের এমদাদুল হকের বাড়ীতে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা বাছুরটিকে একনজর দেখতে এমদাদুল হকের বাড়ীতে ভিড় করছেন।

মালিক এমদাদুল হক বলেন, সম্প্রতি ফ্রিজিয়ান জাতের গাভী ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। জন্মের পর বাছুরটি সুস্থ আছে তবে কিছু খাচ্ছে না । বাছুরটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসছে  বলেও তিনি জানান।।

পল্লিচিকিৎসক মোবাশ্বেরর আলী বলেন, আমি এ গাভিটাকে জার্সি জাতের বিজ দিয়েছিলাম। পরবর্তীতে ২ মাথা বিশিষ্ট বাছুর প্রসব হয়। তবে বাছুরটি জন্মের পর থেকে কিছুই খাচ্ছে না। বাছুরটি না খেলে মারা যেতে পারে বলেও তিনি শংকা প্রকাশ করেন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট