• বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০

  • || ১০ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

নাটোরে একটি মুরগি দিনে দুটি করে ডিম দিচ্ছে!

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

নাটোরের বাগাতিপাড়ায় একটি মুরগি দিনে দুটি করে ডিম দেয়ার ঘটনা ঘটেছে। এতে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। স্বাভাবিকভাবে একটি মুরগি দিনে একটি ডিম দেয়। কিন্তু একটি ব্রয়লার মুরগি প্রতিদিন দুইটি ডিম দেয়ার ঘটনা অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঠেঙ্গামারা গ্রামের রাকিবুল ইসলামের বাড়িতে। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। 

সম্প্রতি বেশ কয়েকদিন ধরে মুরগিটি প্রতিদিন দুইটি করে ডিম দিচ্ছে। মুরগিটি এক নজর দেখতে আশপাশের ছোট বড় অনেক মানুষ ভিড় করছেন।

মুরগির মালিক রাকিবুল ইসলাম বলেন, একটি হ্যাচারি থেকে ১০০টি ব্রয়লার মুরগি কিনে তিনি বাড়িতে নিয়ে আসেন। পরিচর্যা আর যত্নে মুরগির বাচ্চাগুলো বড় হতে থাকে। মুরগিগুলো এক পর্যায়ে বড় হলে একটি মুরগি রেখে বাকি মুরগিগুলো তিনি বিক্রি করে দেন। হঠাৎ একদিন মুরগি ঘর থেকে ছাড়তে গিয়ে একটি ডিম দেখে রীতিমতো অবাক হন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারপর প্রতিদিন ওই মুরগি দুইটি করে ডিম দিতে থাকে। এভাবে গত বেশ কিছুদিন ধরে দুইটি করে ডিম দিচ্ছে মুরগিটি। রাতে একটি ডিম দেয় এবং বিকেলে আরেকটি ডিম দেয়। মুরগিটির ওজন প্রায় ৬ কেজি।

স্থানীয় সাংবাদিক তপু সরকার জানান, একটি মুরগি একদিনে দুইটি ডিম দিচ্ছে। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা জানি, স্বাভাবিকভাবে একটি মুরগি দিনে একটি ডিম দেয়। কিন্তু রাকিবুল ইসলাম ভাইয়ের একটি ব্রয়লার মুরগি একদিনে দুইটি ডিম দিচ্ছে। দেখে আমরা অবাক হয়েছি।

মুরগিটিকে দেখতে অনেকে ভিড় করছে তার বাড়িতে। আমি নিজে সরেজমিনে গিয়ে মুরগিটি পরিদর্শন করেছি। মুরগির ওজন প্রায় ৫/৬ কেজি হবে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সভাপতি আব্দুল মজিদ জানান, মুরগিটি একদিনে দুইটি করে ডিম দিচ্ছে। মুরগিটি নিয়ে গবেষণা করে নতুন জাত সৃষ্টি করা যেতে পারে বলেও মনে করেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল কর্মকর্তা (ভার.) ডা. আবু হায়দার আলী বলেন, স্বাভাবিকভাবে একটি ডিম তৈরি হতে ২৪ ঘণ্টা সময় লাগে। ১২ ঘণ্টা পর পর একটি করে ডিম দেয়ার ঘটনাটি অস্বাভাবিক। আমরা ঢাকার গবেষক টিমকে আনার ব্যবস্থা করবো। মুরগি থেকে দুইটি করে ডিম দেয়া কারণ জানা যাবে। এ মুরগির জাত উদ্ভাবন করতে পারলে দেশে ডিমের চাহিদা পূরণ হবে।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট