সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ মার্চ ২০২৩

নাটোরে একটি মুরগি দিনে দুটি করে ডিম দিচ্ছে!

নাটোরে একটি মুরগি দিনে দুটি করে ডিম দিচ্ছে!

নাটোরের বাগাতিপাড়ায় একটি মুরগি দিনে দুটি করে ডিম দেয়ার ঘটনা ঘটেছে। এতে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। স্বাভাবিকভাবে একটি মুরগি দিনে একটি ডিম দেয়। কিন্তু একটি ব্রয়লার মুরগি প্রতিদিন দুইটি ডিম দেয়ার ঘটনা অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঠেঙ্গামারা গ্রামের রাকিবুল ইসলামের বাড়িতে। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। 

সম্প্রতি বেশ কয়েকদিন ধরে মুরগিটি প্রতিদিন দুইটি করে ডিম দিচ্ছে। মুরগিটি এক নজর দেখতে আশপাশের ছোট বড় অনেক মানুষ ভিড় করছেন।

মুরগির মালিক রাকিবুল ইসলাম বলেন, একটি হ্যাচারি থেকে ১০০টি ব্রয়লার মুরগি কিনে তিনি বাড়িতে নিয়ে আসেন। পরিচর্যা আর যত্নে মুরগির বাচ্চাগুলো বড় হতে থাকে। মুরগিগুলো এক পর্যায়ে বড় হলে একটি মুরগি রেখে বাকি মুরগিগুলো তিনি বিক্রি করে দেন। হঠাৎ একদিন মুরগি ঘর থেকে ছাড়তে গিয়ে একটি ডিম দেখে রীতিমতো অবাক হন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারপর প্রতিদিন ওই মুরগি দুইটি করে ডিম দিতে থাকে। এভাবে গত বেশ কিছুদিন ধরে দুইটি করে ডিম দিচ্ছে মুরগিটি। রাতে একটি ডিম দেয় এবং বিকেলে আরেকটি ডিম দেয়। মুরগিটির ওজন প্রায় ৬ কেজি।

স্থানীয় সাংবাদিক তপু সরকার জানান, একটি মুরগি একদিনে দুইটি ডিম দিচ্ছে। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা জানি, স্বাভাবিকভাবে একটি মুরগি দিনে একটি ডিম দেয়। কিন্তু রাকিবুল ইসলাম ভাইয়ের একটি ব্রয়লার মুরগি একদিনে দুইটি ডিম দিচ্ছে। দেখে আমরা অবাক হয়েছি।

মুরগিটিকে দেখতে অনেকে ভিড় করছে তার বাড়িতে। আমি নিজে সরেজমিনে গিয়ে মুরগিটি পরিদর্শন করেছি। মুরগির ওজন প্রায় ৫/৬ কেজি হবে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সভাপতি আব্দুল মজিদ জানান, মুরগিটি একদিনে দুইটি করে ডিম দিচ্ছে। মুরগিটি নিয়ে গবেষণা করে নতুন জাত সৃষ্টি করা যেতে পারে বলেও মনে করেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল কর্মকর্তা (ভার.) ডা. আবু হায়দার আলী বলেন, স্বাভাবিকভাবে একটি ডিম তৈরি হতে ২৪ ঘণ্টা সময় লাগে। ১২ ঘণ্টা পর পর একটি করে ডিম দেয়ার ঘটনাটি অস্বাভাবিক। আমরা ঢাকার গবেষক টিমকে আনার ব্যবস্থা করবো। মুরগি থেকে দুইটি করে ডিম দেয়া কারণ জানা যাবে। এ মুরগির জাত উদ্ভাবন করতে পারলে দেশে ডিমের চাহিদা পূরণ হবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

আওয়ামী লীগের যৌথসভা বিকেলেপাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিতযুক্তরাষ্ট্রে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, অংশ নিচ্ছে বাংলাদেশজাতীয় নির্বাচনের আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশনির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ