• বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০

  • || ১০ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

রাণীনগরে প্রথমবারের মতো চাষ হচ্ছে ডাব বেগুন

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩  

নওগাঁর রাণীনগরে প্রথম বারের মতো চাষ করা হচ্ছে ডাব বেগুন। কৃষি অফিসের পক্ষ থেকে স্বল্প পরিসরে এই জাতের বেগুনের বীজ চাষিদের হাতে তুলে দেওয়া হয়। গত রমজানে বেগুনের চাহিদা বেশি থাকায় ফলন ও দাম ভালো পাওয়ায় বেগুন চাষি আসলাম শেষ মহুর্তে ভালো লাভের আশা করছেন। কৃষি বিভাগ বলছেন মাঠ পর্যায় প্রান্তিক চাষিরা এই জাতের বেগুন চাষে লাভবান হওয়ায় আগামীতে উপজেলার ৮টি ইউনিয়নে বিশেষ বিশেষ এলাকায় কৃষকদের হাতে ডাব বেগুনের এই বীজ দেওয়া হবে।

এই জাতের বেগুন দেখতে ডাবের মতো বড় হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ডাব বেগুন। এ জাত আমাদের দেশীয় উচ্চ ফলনশীল জাত। এই জাতের বীজ সংগ্রহ করা হয়েছে দক্ষিন জনপদের জেলা  যশোর থেকে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, পরিক্ষামূলক ভাবে এই উপজেলায় প্রায় ১৫ বিঘা জমিতে এই জাতের বেগুন চাষ করা হয়েছে।

বেগুনের এই জাত হাইব্রিড নয়। দেশীয় উচ্চফলনশীল ও উচ্চ মূল্যের হওয়াই ভালো বাজার মূল্য পেয়ে অধিক লাভবান হয়েছে কৃষক আসলাম। যেহেতু এই জাতের বেগুন চাষ করে কৃষকরা লাভবান, তাই উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের মঝে আমরা এই জাত ছড়িয়ে দিতে চাই।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট