• বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০

  • || ১০ জ্বিলকদ ১৪৪৪

জাগ্রত জয়পুরহাট

এসির মধ্যে সাপের খোলস, আতঙ্কে পরিবার

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ব্যবসায়ী সোহানের বাড়ির এসির মধ্যে বিষাক্ত গোখরা সাপের খোলস পাওয়া গেছে। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে ঐ পরিবারের লোকজন। সোমবার দুপুরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিড়দিয়ার সমিতির মোড় সংলগ্ন সোহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক সোহান জানান, কোথা থেকে বা কীভাবে এসির মধ্যে সাপ প্রবেশ করে তার শরীরের খোলস পাল্টিয়ে ফেলে রেখে গেছে এই নিয়ে চলছে নানাগুঞ্জন। এদিকে, সাপের আতঙ্কে পরিবারের লোকজন বাড়িতে অবস্থান নিতে ভয় পাচ্ছেন। সব সময় মনের জল্পনা-কল্পনা কখন সাপ এসে না জানি ছোবল মারে।

জানা যায়, সোমবার দুপুরে এসি সার্ভিসিং করতে এসি মিস্ত্রি সামিরুল গিয়ে প্রথমে এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন এসির মধ্যে সাপের খোলস। আতঙ্কে তিনি কাজ ফেলে পালিয়ে যান।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট