শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:১৫, ৫ সেপ্টেম্বর ২০২১

অবশেষে ভারতের টিকা পাওয়া নিয়ে জানা গেলো সুখবর

অবশেষে ভারতের টিকা পাওয়া নিয়ে জানা গেলো সুখবর

দেশে করোনাভাইরাসের টিকা চলতি মাস থেকেই সরবরাহ শুরু করতে পারে ভারত। পুনের সেরাম ইনস্টিটিউটকে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে টিকা রফতানির বিষয়ে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে।

পুনের সেরাম ইনস্টিটিউটের সূত্রের বরাত দিয়ে দেশটির এক গণমাধ্যম জানায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের উৎপাদন লক্ষ্যমাত্রা ছোঁয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে টিকা রফতানির প্রস্তুতি নিতে সেরামকে নির্দেশ দিয়েছে ভারত সরকার।

ভারত থেকে বাংলাদেশে টিকা রফতানি শুরুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারত কখনো বলেনি তারা বাংলাদেশে টিকা দেবে না। কিন্তু কবে থেকে টিকা আসবে, সে বিষয়ে দেশটির রফতানি বন্ধের পর থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো দিনক্ষণ পাইনি। তাদের হাইকমিশনার জানান, বাংলাদেশ যেন দ্রুত সময়ে টিকা পায় সে বিষয়ে চেষ্টা চলছে।

এ বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। তবে টিকা না পেলে টাকা ফেরত আনা হবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ