মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:৪৫, ২০ জানুয়ারি ২০২২

বিনামূল্যে মাস্ক বিতরণসহ কারিগরি কমিটির ৫ সুপারিশ

বিনামূল্যে মাস্ক বিতরণসহ কারিগরি কমিটির ৫ সুপারিশ

‌স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ না হওয়াকে দুঃখজনক মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এ বিষয়ে জেলা প্রশাসকদের আরও সংবেদনশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় প্রশাসনে জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান কিংবা অগ্রাধিকার না পাওয়ার অভিযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সহকর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমনকি সংসদ সদস্যরা বলেছেন, স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের সম্মান দেয় না কিংবা তারা যেহেতু নির্বাচিত হয়েছেন, কিছু অঙ্গীকার করেছেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয় না। এটি খুবই দুঃখজনক, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ হয় না। এজন্যই এ নির্দেশনার কথা বলা হয়েছে। 

অনেক সময় স্থানীয় প্রশাসন বিভিন্ন কাজ ঢাকায় পাঠিয়ে দেয় যা জেলা পর্যায়েই সমাধান সম্ভব- বিষয়টি নিয়ে মন্ত্রী বলেন, এভাবে স্থানীয় প্রশাসন নিজেদের দায়িত্ব এড়িয়ে সব কিছু ঢাকায় পাঠিয়ে দেন। এতে সবকিছু ঢাকাকেন্দ্রিক হচ্ছে। স্থানীয় প্রশাসন যেগুলো নিজেরাই করতে পারে, সেগুলো অনেক সময় ঢাকায় পাঠিয়ে দেয় এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়। এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে ডিসিদের।

স্থানীয় পর্যায়ে প্রবাসীদের নানা অভিযোগের বিষয়েও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিসিদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা অভিযোগ করেন, তারা ঠিকমতো পাসপোর্ট পান না, পুলিশের ছাড়পত্র হয় না। দেশে এলে এসব কাজে হয়রানির শিকার হন। আমি আশা করবো এ বিষয়ে ডিসিরা অনেক বেশি সংবেদনশীল হবেন। 

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়