শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:১৭, ১৩ মে ২০২২

লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়ায় আটকে পড়া অভিবাসীদের মধ্যে ১৬২ বাংলাদেশি শূন্য হাতে দেশে ফিরেছেন। গতকাল বেলা ১১টায় একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। জানা গেছে, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে প্রায়ই দেশে ফেরত পাঠানো হয় প্রবাসী বাংলাদেশিদের। তারই ধারাবাহিকতায় আবারও ১৬২ বাংলাদেশি আইওএমের একটা চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফিরেছেন।

ফেরত আসাদের মধ্যে প্রবাসী মো. আবুল বাসার বিমানবন্দরে বলেন, ‘অনেক আশা নিয়ে ভাগ্যন্নোয়নের জন্য লিবিয়ায় পাড়ি জমিয়েছিলাম। কিন্তু কয়েক বছরেও ভাগ্য বদলানো তো দূরে থাক, শূন্য হাতে ফিরতে হলো দেশে। ’

দেশে ফিরে আসা অন্যরা জানান, তাদের দেশে পাঠাতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেশে পাঠিয়েছেন। সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার বেনগাজি প্রবাসী, বেনিনা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং বিশেষ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

 

উল্লেখ্য, ভাগ্য বদলের আশায় দেশ থেকে প্রতি বছর বিভিন্ন দেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি। দেশ ভিন্নতায় কারও কারও ভাগ্য বদলালেও ভাগ্য বদলানোর সৌভাগ্য হয়ে ওঠে না যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া প্রবাসী অনেক বাংলাদেশির। একশ্রেণির অসাধু দালাল চক্রের মিথ্যা প্রলোভনে গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষগুলো বিভিন্ন সমিতি আর ভিটেমাটি বন্ধক ও ধার-দেনায় ঋণগ্রস্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যৎ লিবিয়ায় পাড়ি জমান। লিবিয়ায় অনিশ্চিত ভবিষ্যতে টিকে থাকার চেষ্টাও করেন অনেকেই। লিবিয়ার নানা সংকটে স্বল্প বেতনে চাকরি করে ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা আর ধৈর্যের শেষ প্রান্তে একপর্যায়ে কেউ কেউ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছাতে চেষ্টা করেন ইতালিতে।

যেখানে দালাল চক্রের প্রতারণায় সাগরে দুর্ঘটনার স্বীকার হয়ে নিখোঁজ হতে হয়েছে অনেককেই। এ ছাড়া লিবিয়ার কোস্ট গার্ডের অভিযানে প্রায়ই আটক হয়ে বিভিন্ন জেলে বন্দিও থাকতে হয় অনেকের।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রীজয়পুরহাটে ডিজে পার্টি রোধে পুলিশের অভিযানআলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনিঢাকায় ই*সরায়েলের বিমানবো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কীদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীরঈদের জামাতে নামাজরত অবস্থায় ভাইয়ের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোনও