বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:২৯, ২৪ মে ২০২২

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকা সফররত ফিলিস্তিনি প্রতিনিধিদল। সোমবার (২৩ মে) সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ফিলিস্তিনের মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক মেজর জেনারেল জাকারিয়া এ এইচ মুসলেহ।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশে সফরের জন্য ফিলিস্তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ফিলিস্তিন সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হলো। এদিকে ঢাকায় পোল্যান্ড দূতাবাসের সামরিক উপদেষ্টা কর্নেল রাডোস্ল গ্রাবস্কিও সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ