সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৪:২৬, ২৬ এপ্রিল ২০২৩

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়লো মাতারবাড়ীতে

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়লো মাতারবাড়ীতে

মাতারবাড়ীতে ভিড়েছে ২২৯ মিটার দৈর্ঘ্যের এবং সাড়ে ১২ মিটার গভীরতার বিশাল জাহাজ। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ‘এমভি অউসো মারো’ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে মাতারবাড়ী টার্মিনালে আসে। এটি বহন করে নিয়ে এসেছে ৬৭ হাজার টন কয়লা। দেশের ইতিহাসে বন্দরে ভেড়া সবচেয়ে বড় জাহাজ এটি। এর মাধ্যমে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দরের স্বপ্নযাত্রা শুরু করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। এরপর মঙ্গলবার বিকেল ৩টা ৪২ মিনিটে মাতারবাড়ী টার্মিনালের কোল জেটিতে বার্থিং করে জাহাজটি।

জাহাজটি বহির্নোঙর থেকে আনার সময় পাইলটেজ টিমে ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর ফজলর রহমান, ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম, ক্যাপ্টেন জহির, মেইন পাইলট ক্যাপ্টেন কামরুল এবং কো-পাইলট ক্যাপ্টেন শামস। জাহাজটি বার্থিংয়ে চারটি টাগ সহযোগিতা করে বলে জানিয়েছেন ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম।

তিনি বলেন, জাহাজটির দৈর্ঘ্য ২২৯ মিটার এবং ড্রাফটস ১২ দশমিক ৫ মিটার। এত বড় আকারের জাহাজ এর আগে কখনো চট্টগ্রাম বন্দরে ভিড়েনি। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি মাইলফলক। এছাড়া প্রথমবারের মতো মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসে জাহাজটি।

বন্দর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ ও ৩৫০ মিটার প্রস্থের কৃত্রিম চ্যানেল দিয়ে জাহাজটি কোল জেটিতে নেওয়া হয়। মাতারবাড়ীতে সমুদ্র বন্দরের প্রকল্পের আওতায় ৩০০ মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস জেটি এবং ৪৬০ মিটার দীর্ঘ একটি কনটেইনার জেটি নির্মাণ হবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

ঘরের মাঠে জিরোনায় ধরাশায়ী বার্সেলোনাজেলে বসে আইন পড়ে নিজেই মামলা লড়ে জিতলেন আসামিআওয়ামী লীগের যৌথসভা বিকেলেপাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিতযুক্তরাষ্ট্রে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, অংশ নিচ্ছে বাংলাদেশজাতীয় নির্বাচনের আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশনির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ