সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৬:৫৮, ২৬ মে ২০২৩

জাতীয় গ্রিডে যুক্ত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে যুক্ত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ

কক্সবাজারের খুরস্কুলে বেসরকারি খাতে নির্মিত দেশের প্রথম ও বৃহত্তম বায়ুবিদু্যৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদু্যৎ যুক্ত হয়েছে। পরীক্ষামূলকভাবে সক্ষমতা যাছাইয়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল তিনটার দিক থেকে ৩০ মেগাওয়াট বিদু্যৎ জাতীয় গ্রীডে সংযুক্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার বিদু্যৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের গণি।

তিনি বলেন, কক্সবাজারের খুরুশকুলে নির্মিত বায়ু বিদু্যৎ আগামী সেপ্টেম্বর হতে বেসরকারিভাবে উৎপাদিত মোট ৬০ মেগাওয়াট বিদু্যৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। এর ফলে কক্সবাজারে লোডশেডিংয়ে মাত্রা কমে আসবে। সেই সঙ্গে বিদু্যতের লো ভল্টেজের মাত্রাও ঠিক হয়ে যাবে। এখন কক্সবাজারে প্রতিদিন বিদু্যতের চাহিদা ১৫০ মেগাওয়াট। এ প্রকল্প চালু হওয়ায় মানসম্মত বিদু্যৎ সরবরাহ নিশ্চিত হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৯০০ কোটি টাকার এ প্রকল্পটির সব যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে। ২০২১ সালের মার্চে শুরু হওয়া প্রকল্পটিতে চীনা নাগরিকসহ প্রতিদিন কাজ করছে প্রায় ৪০০ শ্রমিক। কেন্দ্রটি থেকে প্রতিটি টার্বাইনে ৩ মেগাওয়াট করে ২২টি টার্বাইন থেকে ৬৬ মেগাওয়াট বিদু্যৎ যুক্ত হবে জাতীয় গ্রীডে। খুরস্কুলে নতুন প্রকল্পটিসহ দেশে মোট বায়ুভিত্তিক বিদু্যৎকেন্দ্রের সংখ্যা চারটি। দেশের বিদু্যতের চাহিদার জোগান দিতে সরকার বেসরকারি খাতে এ বায়ুবিদু্যৎ প্রকল্প চালু করেছে।

এদিকে, বুধবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী কক্সবাজারের খুরুশকুলের নদী তীরবর্তী এলাকায় নির্মিত প্রকল্পটি পরিদর্শন করেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

ঘরের মাঠে জিরোনায় ধরাশায়ী বার্সেলোনাজেলে বসে আইন পড়ে নিজেই মামলা লড়ে জিতলেন আসামিআওয়ামী লীগের যৌথসভা বিকেলেপাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিতযুক্তরাষ্ট্রে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, অংশ নিচ্ছে বাংলাদেশজাতীয় নির্বাচনের আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশনির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ