রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৪:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের ১২৪ শিক্ষার্থীকে বৃত্তি দেবে রাশিয়া

বাংলাদেশের ১২৪ শিক্ষার্থীকে বৃত্তি দেবে রাশিয়া

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ১২৪ জনকে বৃত্তি দেবে রাশিয়া সরকার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকাস্থ রাশিয়ান হাউজে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভইচেনকভ। তিনি জানান, এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। ঢাকায় নিযুক্ত রাশিয়ান হাউসের (সংস্কৃতি বিভাগ, রাশিয়ান দূতাবাস) শিক্ষা বিভাগে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই আবেদনের নিয়মাবলী জানা যাবে। রাশিয়ান হাউসের পরিচালক পাভেল এ দভইচেনকভ বলেন, বন্ধুত্ব ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে বঙ্গবন্ধু প্রথম সোভিয়েত সফর করেছিলেন। তারপরই ১৯৭২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পূর্ণ বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নে যাত্রা শুরু করে।  

তিনি আরও জানান, এই সহযোগিতার কারণে সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের এসব গ্র্যাজুয়েটরা স্বাধীনতা-উত্তর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এসময় তিনি বাংলাদেশ এবং রাশিয়ার সম্পর্ক নিয়েও কথা বলেন। এছাড়া, বাংলাদেশে রাশিয়ান সংস্কৃতিকে কীভাবে আরও বিস্তার করা যায় সে সম্পর্কেও আলোচনা করেন তিনি। রাশিয়ান সরকারের এ শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে https://education-in-russia.com  আবেদন করা যাবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে। তবে আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও  ট্রান্সক্রিপ্ট এর মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রানালয় থেকে সত্যায়িত থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি মেয়াদ থাকতে হবে।  

অনলাইনে আবেদন সম্পন্ন হলে অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের ফটোকপি, চিকিৎসা সনদপত্র (হেপাটাইটিস এ বি সি, যক্ষ্মা এবং এইচআইভি অনুপস্থিতি রিপোর্ট), ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে প্রার্থীর সম্মতিপত্র ও ১ টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ঢাকায় নিজুক্ত রাশিয়ান হাউসে জমা দিতে হবে। এছাড়া এ বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে রাশিয়ান হাউস ইন ঢাকা (৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক, সড়ক-৭, ধানমন্ডি আ/এ) তে আগামী ৯ অক্টোবর বিকেল ৪টায় ‘রাশিয়ায় উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনারে অংশ নেওয়া যাবে। এ আয়োজনে রাশিয়ান হাউজের শিক্ষা বিভাগের প্রধান বজলুল হাসান সৈয়দ ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদিড্র হওয়া সিরিজে সেরা স্বর্ণামনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজকোপা আমেরিকা ২০২৪ : একনজরে দেখে নিন সূচিবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর