রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ১৭:৪৩, ২০ নভেম্বর ২০২৩

বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে হবে: মোস্তাফা জব

বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে হবে: মোস্তাফা জব
সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে প্রয়োজনীয় উদ‌্যোগ নিতে হবে। বিশ্বের ৩৫ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। আর বাংলাদেশই বাংলা ভাষার রাজধানী।  সোমবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তাফা জব্বার এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্মের মূল ভিত্তি হচ্ছে বাংলা সাহিত‌্য, বাংলা ভাষা, বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। বঙ্গবন্ধু এই ভিত্তির ওপর দাঁড়িয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ‌্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। একজন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ পেতাম না এবং শেখ হাসিনা না থাকলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না।

মোস্তাফা জব্বার বলেন, যে জাতির সংস্কৃতি নাই, সে জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শত বছর আগে প্রকাশিত ময়মনসিংহ গীতিকা সাধারণ মানুষের মুখ থেকে বেরিয়ে আসা পালা। বাংলাদেশের বিভিন্ন এলাকার অঞ্চলভিত্তিক লোকসংস্কৃতি আমাদের অতি মূল্যবান সম্পদ। এটা আমাদের সৌভাগ্য যে বাংলাদেশই আজ সারাবিশ্বে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। 

মোস্তাফা জব্বার বলেন, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লোকসংস্কৃতি, লোক গাঁথা কিংবা লোকসাহিত্য বিকশিত করার পাশাপাশি পুরো বাংলাদেশের লোকসংস্কৃতি, লোক গাঁথা কিংবা লোক সাহিত্যকে বিশ্বে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখা। 

তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি জনপদে সাহিত‌্য-সংস্কৃতির বিকাশ ঘটেছে। শেকড় থেকে উঠে আসা এসব সংস্কৃতি আমাদের জাতীয় সম্পদ। বৃহত্তর ময়মনসিংহের লোকসংস্কৃতিও রূপান্তরিত হয়েছে ঐতিহ্যে। ময়মনসিংহ গীতিকা বিশ্ব দরবারে অলংকৃত করেছে ময়মনসিংহের নিজস্ব পরিচয়।

বিশ্ব লোকসংস্কৃতি কেন্দ্রের পরিচালক রাশেদুল হাসান শেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান মো. আবদুস সামাদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, লোক গবেষক অধ্যাপক আফজালুর রহমান ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

 

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি