জনসচেতনা
পোস্টিংয়ের নামে প্রতারণা: পুলিশ সদস্যদের সতর্ক করল সদর দপ্তর
পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশের মিডিয়া বিভাগ থেকে বলা হয়, একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।