জনসচেতনা
১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা দাবিতে যমুনা টিভি সম্প্রতি কোনো সংবাদ প্রকাশ করেনি
সম্প্রতি মূলধারার গণমাধ্যম যমুনা টিভিকে সূত্র উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়, “আজ থেকে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা।”
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১০৭৪ টাকা দাবিতে যমুনা টিভি সম্প্রতি কোনো সংবাদ প্রকাশ করেনি বরং ২০২৩ সালের জুনে ১২ কেজি বোতলজাত এলপি গ্যাসের দাম ১০৭৪ টাকা জানিয়ে যমুনা টিভি সংবাদ প্রকাশ করেছিল৷ তাছাড়া, চলতি আগস্ট মাসে ১২ কেজি এলপি গ্যাসের নির্ধারিত মূল্য ১,৩৭৭ টাকা।
এ বিষয়ে অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে যমুনা টিভি কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেই এই দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১ জুন প্রকাশিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়৷ প্রতিবেদনে জানানো হয়, “কমলো বোতলজাত এলপি গ্যাসের দাম। ০১ জুন ২০২৩ (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১,০৭৪ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন।”
সেসময় এই দামের বিষয়ে মূলধারার আরো বেশ কিছু সংবাদমাধ্যমেও সেসময় সংবাদ প্রচারিত হয়।
তবে, চলতি বছরের ০২ জুলাই যমুনা টিভি কর্তৃক প্রকাশিত এলপি গ্যাসের দামের বিষয়ে সর্বশেষ সংবাদ প্রতিবেদনটি পাওয়া যায়। প্রতিবেদনে জানানো হয়, “জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম তিন টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ (০২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।”
উক্ত প্রতিবেদনে এছাড়াও উল্লেখ করা হয়, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।
১২ কেজি বোতলজাত এলপি গ্যাসের (সিলিন্ডার) নির্ধারিত মূল্য সম্পর্কে চলতি বছরের ০৪ আগস্ট তারিখে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। গত ০৪ আগস্ট কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভোক্তা পর্যায়ে কিছুটা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে এক হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসে দাম ছিল ১,৩৬৬ টাকা। আজ রবিবার (০৪ আগস্ট) বিকেল ৬টা থেকে এ নতুন দর কার্যকর হবে।
অর্থাৎ, ১২ কেজি বোতলজাত এলপি গ্যাস (সিলিন্ডার) এর সর্বশেষ নির্ধারিত মূল্য ১,৩৭৭ টাকা যা চলতি আগস্ট মাসের জন্য প্রযোজ্য। ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১,০৭৪ টাকা মর্মে যমুনা টিভির যে সংবাদ প্রতিবেদনটি ভিত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচারিত হচ্ছে সেই সংবাদ প্রতিবেদনটি এক বছরেরও অধিক সময়ের পুরোনো। সাম্প্রতিক সময়ে এমন কোনো সংবাদ প্রতিবেদন যমুনা টিভি কিংবা বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমই প্রচার করেনি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে। ডিজেলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটেন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। আজ (৩১ আগস্ট) রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হবে।
সুতরাং, ১২ কেজি বোতলজাত এলপি গ্যাসের (সিলিন্ডার) নির্ধারিত মূল্য ১,০৭৪ টাকা শীর্ষক যমুনা টিভির এক বছরের পুরোনো সংবাদকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।