বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ || ২৮ কার্তিক ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:২১, ১২ নভেম্বর ২০২৫

আবহাওয়ার পূর্বাভাস

উত্তরাঞ্চলের পর ঢাকায় শীতের প্রবেশ

উত্তরাঞ্চলের পর ঢাকায় শীতের প্রবেশ
সংগৃহীত

উত্তরাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাতেও শীত তার উপস্থিতি জানান দেওয়ার প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ রাত এবং আগামীকাল রাতে (১৩ নভেম্বর) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যমতে, আজ রাত এবং আগামীকাল রাতে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এই তাপমাত্রা শীতের আগমনকে স্পষ্ট করে তুলবে এবং নগরবাসীকে হালকা শীতের আমেজ দেবে। তবে, তাপমাত্রার এই পতন দীর্ঘস্থায়ী হবে না। আগামী ১৫ নভেম্বর থেকে সর্বনিম্ন তাপমাত্রা আবারও সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে সে সময়ে শীতের তীব্রতা কিছুটা কমবে।

বিডব্লিউওটি জানিয়েছে, দিনের তাপমাত্রা এখনই খুব বেশি কমার সম্ভাবনা নেই। চলতি মাসজুড়ে রাজধানী ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পুরো নভেম্বর মাসজুড়েই ঢাকায় দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে। অর্থাৎ, দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক উষ্ণতা বজায় রাখলেও রাতের দিকে শীত অনুভূত হবে।

এদিকে, বুধবার সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম