• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

ছয় কর্মদিবসে ২০৯৫৩ মামলার ভার্চুয়াল শুনানি

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১  

সারাদেশে অধস্তন আদালতগুলোতে ছয় কার্যদিবসে ২০ হাজার ৯৫৩টি মামলা ভার্চুয়ালি শুনানি হয়েছে। এর মাধ্যমে জামিন পেয়েছেন ১২ হাজার ২৫৮ জন। বুধবার আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২৯৭৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। এরমধ্যে ৫৭৬ জন আসামি জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতিব জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। বুধবার সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২৯৭৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং ১৫৭৬ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেয়া হয়েছে।

এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে সারাদেশে অধস্তন আদালতগুলোতে ১ হাজার ৬০৪ জন, দ্বিতীয় দিনে ৩ হাজার ২৪০ জন, তৃতীয় দিনে ২ হাজার ৩৬০ জন,  চতুর্থ দিনে ১ হাজার ৮৪২ জন এবং পঞ্চম দিনে ১ হাজার ৬৩৫ জন আসামিকে জামিন দেয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, করোনার ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তগুলো নিষ্পত্তির জন্য আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট