• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

জাবির বি ইউনিটের ফল প্রকাশ, চলছে এ ইউনিটের পরীক্ষা

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ২ আগস্ট ২০২২  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোন নাম্বারে ফল জানিয়ে এসএমএস পাঠানো হবে।

এর পাশাপাশি https://juniv.edu/admission এবং https://academic.juniv.edu/ ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে।

সোমবার (১জুলাই) ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরুর মাধ্যমে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৪টা ১৫ মিনিটে পঞ্চম শিফটে শেষ হয়।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন বলেন, এ বছর ‘বি’ ইউনিটে মোট ৪৮ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিল। বিভিন্ন কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রায় ৯০ শতাংশ আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় প্রথম শিফটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি আওতাভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার পাঁচ শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরে বুধবার আরো একটি শিফটে এ ইউনিটের বাকি ভর্তিচ্ছুদের পরীক্ষা নেয়া হবে। ‘এ’ ইউনিটে আসন ৪৬৬। পরীক্ষায় অংশ নেবেন ৭৬ হাজার ৩৭৯।

বুধবার ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদেরও ভর্তি পরীক্ষা হবে। পরের দিন বৃহস্পতিবার আরো তিনটি শিফটে ডি ইউনিটের বাকি শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে আবেদনকারী ৮৭ হাজার ৭২৮।

ডি ইউনিটের প্রথম তিনটি শিফট পরে বৃহস্পতিবার ‘ই’ ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষা হবে।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৬৬টি আসনের বিপরীতে সি ইউনিটে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে ডিন অফিস সূত্রে জানা গেছে, ৮৫ শতাংশ আবেদনকারী সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

চলতি বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচটি ইউনিটে এক হাজার ৮৮৮টি আসনের বিপরীতে মোট দুই লাখ ৮৪ হাজার ৬০৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ১৫১ জন ভর্তিচ্ছু।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট