জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষবর্ষের পরীক্ষা শুরু ৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের এলএলবি শেষবর্ষের পরীক্ষা শুরু হবে শুক্রবার (৩ নভেম্বর)। এদিন সকাল সাড়ে ৮টা থেকে সারাদেশে ৩৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। শেষ হবে ২২ ডিসেম্বর। বুধবার (১ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী—সপ্তাহের প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এলএলবি শেষবর্ষের পরীক্ষা শুরু হবে। এ বছর সারাদেশের ৭১ কলেজে মোট ১০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে জরুরি প্রয়োজনে ০১৩১৩-০৫২৩৬৬-এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে।
সুত্র- Jagonews24
জাগ্রত জয়পুরহাট