সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৫:৫১, ৩১ জানুয়ারি ২০২৩

সিনেমা ছেড়ে শেফ হতে চেয়েছিলেন শাহরুখ

সিনেমা ছেড়ে শেফ হতে চেয়েছিলেন শাহরুখ

তিনি ব্যর্থতা দেখেছেন বছরের পর বছর। এবার সাফল্যের স্বাদ নেওয়ার পালা। বাদশাহি কামব্যাকের অপেক্ষায় ছিলেন দর্শকরা। ‘পাঠান’ সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। স্বমহিমায় ফিরে এসেছেন শাহরুখ খান। পাঁচ দিনে ৫০০ কোটিরও বেশি কামিয়ে ফেলেছে এই ছবি। এতদিন মুখে কুলুপ এঁটে রাখার পর অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ। ‘পাঠান’ নিয়ে তো কথা বললেনই, সেই সঙ্গে শেয়ার করলেন ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও।

‘পাঠান’র আগে ২০১৮ তে মুক্তি পেয়েছিল ‘জিরো’। নামের সার্থকতা প্রমাণ করে বক্স অফিসে ভরাডুবি হয়েছিল ছবিটার। সেসময়ে কেমন অনুভূতি হয়েছিল শাহরুখের? কারণ তার আগেও পরপর ফ্লপ ছবি দিয়েছেন তিনি। ক্যারিয়ারের সবথেকে খারাপ সময়টার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি।

সাংবাদিক বৈঠকে এ দিন শাহরুখ জানান, যখন ‘জিরো’ দর্শকদের পছন্দ হলো না, তখন তিনি ভেবেছিলেন যে তার ছবি হয়তো আর মানুষের ভাল লাগবে না। তার ছবি হয়তো আর ব্যবসা করতে পারবে না। তাই বিকল্প পেশাও খোঁজা শুরু করে দিয়েছিলেন তিনি। রান্না শেখা শুরু করেছিলেন। ইতালিয়ান খাবার বানানো শেখা শুরু করেছিলেন। অভিনয় না হলে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল কিং খানের।

লকডাউনের সময়কার কথাও উঠে আসে শাহরুখের মুখে। তিনি বলেন, ‘অতিমারির সময়ে যখন সবকিছু স্তব্ধ হয়ে গেল তখন আমিও থামার সুযোগ পেয়েছিলাম। দুই বছর ধরে কোনো কাজ করিনি। নিজের পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি। চোখের সামনে বড় হতে দেখেছি তিন ছেলে-মেয়েকে।’

এর আগেও মজাচ্ছলে বিকল্প পেশার উল্লেখ করেছিলেন শাহরুখ। কাতারে ফুটবল বিশ্বকাপ ফাইনালে হাজির হয়ে বিশেষ সাক্ষাৎকার দেন শাহরুখ। সেখানেই নিজেকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাকে। শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি অভিনেতা না হন তাহলে কী হতেন? কিং খান জবাব দিয়েছিলেন, তিনি যদি কোনোদিন অভিনয় ছেড়ে দেন, তবে ব‍্যবসার দিকে ঝুঁকবেন। ‘পাঠান’ ক‍্যাটারিং বা ‘বাজিগর’ বেকারি কিংবা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ মিষ্টির দোকান খুলতে পারেন তিনি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

ঘরের মাঠে জিরোনায় ধরাশায়ী বার্সেলোনাজেলে বসে আইন পড়ে নিজেই মামলা লড়ে জিতলেন আসামিআওয়ামী লীগের যৌথসভা বিকেলেপাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিতযুক্তরাষ্ট্রে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, অংশ নিচ্ছে বাংলাদেশজাতীয় নির্বাচনের আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশনির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ