রাজিব কেন প্রভার ভিডিও ফাঁস করেছিলেন?
জাগ্রত জয়পুরহাট
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩

ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। প্রাক্তন প্রেমিক রাজিবের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এ ঘটনায় ঘোর অন্ধকার নেমে আসে তার জীবনে। প্রেমিক থেকে স্বামীতে রুপান্তরিত অভিনেতা অপূর্বও হাত ছেড়ে দেন তার।
এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তারপর আবার পর্দায় ফেরেন। কাজ দিয়ে সারিয়ে তুলেছেন অতীতের সেই ক্ষত। বর্তমানে অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তারপরও মাঝে মাঝে রাজীব ও সেই ভিডিওর কথা টেনে এনে তাকে ক্ষত-বিক্ষত করেন নেটিজেনরা। এবার এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়ে রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্কে মুখ খুললেন প্রভা।
সামাজিক মাধ্যমে তাকে নিয়ে দেওয়া একটি পোস্টের মন্তব্যের ঘরে। সেখানে রাজীবকে নিয়ে বিস্তারিত বলেছেন প্রভা। তিনি লিখেছেন, ‘আমি কোনো প্রতারণা করি নাই! আমি চুপ করে থাকি বলে এই না যে, আপনারা আমাকে নিয়ে যা খুশি তাই বানিয়ে বলবেন। আমার শুধু মনে হচ্ছিল আপনাদের কাছে প্রমাণ করে কী লাভ; ওপরে যিনি আছেন, যার কাছে যাব, যিনি বিচারকারী তিনি জানলেই তো হয়। বিয়ের আগেই সম্পর্ক করে যে গুনাহ আমি করেছি সেই গুনাহর জন্য জনতার কাছে আমি প্রতিনিয়ত মাফ চাচ্ছি মাফ চাইব! কিন্তু যতদিন বেঁচে থাকব আপনাদের কাছ থেকে অনেক সওয়াব কামাব! কারণ আপনারা না জেনে আমাকে গালি দেন। না বুঝে আমাকে একতরফা প্রতারক বানিয়ে দিয়েছেন।’
তিনি আরও লেখেন, ‘শোনেন, প্রথমত আমি রাজিবকে সব জানিয়ে বিয়ের কথা শুরু হয়। কারণ বিয়ের নয় দশ মাস আমার সাথে রাজিবের ব্রেকআপ থাকে, আমাদের সেই আট বছরের সম্পর্কের অলমোস্ট ৫-৬ বছরই ব্রেকআপ থাকত। রাজিব আমাকে কখনও সম্পর্ক থেকে বের হতে দিত না। এটা তার সাইকোলজিকাল সমস্যা ছিল। ব্রোকেন ফ্যামিলির ছেলে সে! কারণ তার বাবা তার মাকে ছেড়ে খুব ছোটবেলায় অন্য এক মহিলাকে বিয়ে করেছিল। তাই হয়তো তার মনের মধ্যে ওই জেদ ছিল যে, তাকে ছেড়ে কেউ যেতে পারবে না! আর তাই এই আমাকে বিভিন্নভাবে কনভেন্স করে পার্সোনাল কিছু মুহূর্তের চিত্র ধারণ করে রাখে। যাই হোক সেটা যদি আপনারা সাইবার ক্রাইমের বিভিন্ন গল্প পড়ে থাকেন যে, কেমন করে ছেলেরা মেয়েদেরকে কনভেন্স করে, তাহলে আরো ক্লিয়ারলি জানতে পারবেন।’
এ সময় এ তারকা লেখেন, ‘আমি রাজিবকে অনেকবার ছেড়ে যেতে চেয়েছি। আমাদের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়ে আমি করিনি। রাজিব পড়াশোনা করত না। আমি তাকে চিনি যখন আমি ক্লাস নাইনে পড়ি। কিন্তু আমি যখন অনার্স থার্ড সেমিস্টার, তখন পর্যন্ত সে অনার্স ফার্স্ট সেমিস্টার। কেন জানেন, কারণ সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতো! কিন্তু বারবার রেজাল্ট খারাপ করতো, ইউনিভার্সিটি তাকে বের করে দিত আবার অন্য ইউনিভার্সিটিতে টাকা দিয়ে ভর্তি হতো।
এরপর লেখেন, ‘ও আরেকটা কথা রাজিব কিন্তু কোনো ইনকাম করত না। রাজিবের বাবার টাকা ছিল। কিন্তু রাজিবের সঙ্গে আমার আরেকটা সমস্যা ছিল সেটা হলো যে, রাজিব কোনো কিছু ইনকাম করতে চাইত না! ওর কথা, আমার বাবার এত আছে আমার কেন ইনকাম করতে হবে। এই জিনিস নিয়ে আমাদের প্রচণ্ড দ্বন্দ্ব হতো। সবচেয়ে বেশি হতো পড়াশোনা নিয়ে। এই সব জিনিস নিয়ে আমাদের প্রচুর ব্রেকআপ হয়েছে!’
তিনি আরও লেখেন, ‘যাইহোক ওই ছেলের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল, আংটি বদল হয়েছিল কিন্তু সে আংটি বদল আর আট মাস আগে ছেলের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। ওই যে বললাম, আমাদের আট বছরের সম্পর্কের ব্রেকআপই থাকত অনেক। তো বিয়ের কথা শুরু হওয়ার সময় আমি রাজিবকে জানিয়ে দেই বিগত এতগুলো মাস আমার কার সঙ্গে সম্পর্ক ছিল, আমি সেই ছেলে তার সঙ্গে আমার ভালোলাগা আছে; কিন্তু এটা হবার না, হবে না বুঝেই গেছি- এরকম কথাগুলো আমি তার সাথে ক্লিয়ার করে নিয়েছিলাম। আমার তখন বয়স ছিল ২২, মাথায় বুদ্ধি ছিল না। থাকলে তো সবার আগে রাজিবের সঙ্গে প্রেম করতাম না।’
এ অভিনেত্রী লেখেন, ‘বুদ্ধি যদিও আমার এখনও হয় নাই। যাইহোক আমার কাছে মনে হয়েছে, বিয়ে করার আগে তাকে সব কিছু জানিয়ে দেই, যে কার সাথে মাঝখানে সম্পর্কে হতে গিয়েও হয় নাই! (যার কথা বলছি ওনার সাথে আমার পরবর্তীতে বিয়ে হয়েছিল পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তাক। এতে হিতে বিপরীত হয়েছে। আমাদের এঙ্গেজমেন্টের পর থেকে প্রায় প্রতিদিনই রাজিবের সাথে আমার কথা বলা বন্ধ থাকত। ঝগড়া হতো বিভিন্ন কারণে। প্রচণ্ড মিথ্যা কথা বলত। সব কিছু মিলিয়ে আমার মন যখন কোনোভাবেই মানছিল না ওকে বিয়ে করতে, আমি বারবার ওকে অনুরোধ করছিলাম যে, চলো বিয়েটা না করি। আমাদের এই বিয়ে ছয় মাসও টিকবে না! একথা আমি আমার বাসায়ও বলেছিলাম। কিন্তু আমার তো অনেক বয়স হয়ে গিয়েছিল। ২২/২৩ বছরের একটা মেয়ে বিয়ে তো করতেই হবে বলেন! যাইহোক এ সমস্ত কথা আর নাই বলি!’
মন্তব্যের ঘরে প্রভা লেখেন, ‘পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনাটা খুব না জানা আপনাদের। যেদিন এই ঘটনাটা ঘটে তার বেশ কিছুদিন ধরে আমার আর রাজিবের খুব ঝগড়া, খুব বিশাল ঝগড়া হতো। রাজিব বুঝে গেছিল যে আমার মনটা নাই। বুঝে কেন যাবে, আমি তাকে ভেঙে নিজেই বলছি যে, শুধু আংটি পরানো হয়েছে, কিন্তু আর কিছু হয় নাই। চলো এটা এখানেই শেষ করি। কিন্তু সে তো নাছোড়বান্দা, তার ওপর সাইকোলজিক্যাল সমস্যা ছিল তার। মাথায় ছিল তার বাবা তার মাকে ছেড়ে চলে গেছিলো, তাকে ছেড়ে কেউ যেতে পারবে না, তার কাছে তো প্রমাণ আছে! প্রমাণ এর কথায় মনে পড়ল, একবার খুব কায়দা করে তাকে জানতে চাইছিলাম যে, কই আছে ওগুলা, চলো তুমি আর আমি মিলে একটু দেখি। তখন সে আমাকে বলছিল, তুমি কি পাগল; তুমি আমার বউ হবা এইজন্য আমি সব কিছু ডিলিট করে দিছি। আসলে তো ডিলিট করে নাই। এখন বুঝতে চান, মানসিকভাবে মানুষটা কি পরিমাণ ক্রিমিনাল মাইন্ডেড?’
প্রভা এরপর লেখেন, ‘তারপর সে আমার বাসায় এ ব্যাপারে বিচার বসায়। আমার বাবা-মা আমাকে বকাঝকা করে সত্যি কথা বলি। আমি বাবা-মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবা মাকে না বলে বাসা থেকে পালিয়ে গিয়ে আরেকজনের হাত ধরছিলাম। কিন্তু যার হাত ধরতে বলছিল ওই সময়ে সেই মানুষটাও তো ভুলই ছিল। যদিও সেই মানুষটার আমাকে পছন্দ ছিল, আসলে আমি নিরুপায় পছন্দ করেছিলাম। বাসায় এত বিয়ের চাপ দেয়া হয়েছিল যে, আমি নিরুপায় হয়ে ওকে বলেছিলাম ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো। কিন্তু আমি তো সব জানিয়ে বিয়েটা করতে গিয়েছিলাম।’
মন্তব্যের ঘরে প্রভা লেখেন, ‘সেদিন বাসায় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যে, এখান থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায় আর তাছাড়া আমাকে ফোন করে বলা হয়েছিল- তুমি বাসা থেকে বের হও, আব্বু-আম্মুর সঙ্গে আমার কথা বলা। তুমি বের হলে আমাদের বিয়ে। ভরসাই লাগছিল। ভেবেছিলাম বিয়ের কয়মাস পর বাবা-মা মেনে নেবে। তখন তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে! যাই হোক বের হয়ে গেলাম, বিয়ে হলো। সকাল সকাল ফোন দিয়ে রাজিবকে জানিয়ে দিলাম আমার বিয়ে হয়ে গিয়েছে ও যেন আনন্দ থাকে। কিন্তু দুই দিনের মধ্যে সেই ডিলিট করা (আসলে তো মিথ্যা) ডকুমেন্টগুলো সে পাবলিক করে।’
গণমাধ্যম কর্মীদের নিয়ে এ অভিনেত্রী লেখেন, ‘আপনারা দয়া করে পত্রিকার কথা বিশ্বাস করবেন না। পত্রিকার লোকেদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। তাদের সঙ্গে এক জায়গায় বসলে বা খেলে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। তারা খুব অসুস্থ হয়ে গিয়েছে। তাদের পত্রিকা বিক্রির জন্য তারা নানান কথা বানিয়ে বানিয়ে লিখতে হয়। স্বাচ্ছন্দ্য বোধ করছে।’
সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন। মাঝে রাজিব-কাণ্ডে হোচট খেলেও ফের ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

- অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- শনিবার থেকে কাটা যাবে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট
- বেকারমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: হুইপ স্বপন
- যশোরে বড় হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প
- শেষ হলো পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ
- এমপিদের জন্য নির্বাচনী পুরস্কার, এমপিও হচ্ছে ১০০ প্রতিষ্ঠান!
- বন্দর, সড়ক ও রেলপথ নির্মাণে জাইকার ঋণ
- রাজশাহীতে পান, আম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হবে সাতক্ষীরায়
- ঋণ বিতরণের শর্ত শিথিল হলো এসএমই খাতে
- পরপর দুই বারের বেশি সভাপতি হওয়া যাবে না
- দেশে পাঁচ বছরে বেকার ৭০ হাজার কমেছে
- একচ্ছত্র কর্তৃত্ব থাকছে না ইউএনওদের
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দেয়ার নির্দেশ
- ইফতারের জন্য সাবুদানার পায়েস তৈরির রেসিপি
- বারি বেগুন-১২ চাষে স্বাবলম্বী শাওন!
- মেঘনায় ধরা পড়লো ৬ মণের শাপলা পাতা
- কলকাতায় মঞ্চ মাতাবেন সালমান
- দাউ দাউ করে জ্বলছে পুরো পাহাড়
- যেসব কারণে রোজার কাজা করতে হয়
- আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চমক
- নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রির দায়ে আক্কেলপুরে ফার্মেসি মালিকের জেল
- কালাইয়ে ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে!
- শুক্রবার খুলছে মেট্রোরেলের আরও দুই স্টেশন
- সরকারি সফরে চীনে নৌপ্রধান
- পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে: প্রধানমন্ত্রী
- জয়পুরহাটে বিয়ের দাবিতে ছেলের বাড়ীতে মেয়ের অনশন
- স্পর্শকাতর সংবাদ নিয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারের নিয়ন্ত্রণ কমছে
- গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন মন্ত্রিসভার
- শিক্ষার্থীকে কান-মুখ খোলা রাখতে বাধ্য করা যাবে না
- জয়পুরহাটে মাসকলাই রুটি বেচে ভালোই সংসার চলছে মেহেদীর
- পাটের তৈরি প্লাজো, দাম ৭৮ হাজার!
- বিয়ের ১০ বছরে ৯ সন্তান, টানা এক দশক অন্তঃসত্ত্বা!
- জয়পুরহাটে সরিষার বাম্পার ফলনে প্রাণ ফিরেছে শতাধিক তেলকলে
- কাশ্মিরের পরতে পরতে সৌন্দর্য ছড়িয়েছে ‘ঝিলাম’
- নাসার পুরস্কার জিতলেন বাংলাদেশি বিজ্ঞানী চৈতী, বললেন— আমি গর্বিত
- পাঁচবিবিতে নাক বিহীন এক চোখ বিশিষ্ট বাছুরের জন্ম
- একই জমিতে তিন ফসল চাষে সফল মুজিবুর
- দুই পা হারালেও থামেননি অদম্য হানিফ
- জয়পুরহাটে ভুট্টা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা
- জয়পুরহাটের যেসব দোকানে কেনা যাবে দেড় শ গ্রাম মাংসও
- গোসলের সময় প্রস্রাব করার অভ্যাস থাকলে বিপদ
- রমজানে যেসব গুনাহ ভুলেও করবেন না
- তিস্তার চরের মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়া-সিঙ্গাপুর
- দিনাজপুরে ২ মাথা বিশিষ্ট বাছুরের জন্ম!
- আক্কেলপুরে ৫০০ বছরের ঐতিহ্য গোপীনাথপুর মেলা অনুষ্ঠিত
- জয়পুরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা
- সম্ভাবনা তুলে ধরে কাতারের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী
- জামালপুরে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ
- নাটোরে একটি মুরগি দিনে দুটি করে ডিম দিচ্ছে!
