• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

জাগ্রত জয়পুরহাট

রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

আজ রোববার দুই দিনের সফরে ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ‘জলের গান’-এর গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যাওয়ার কথাও রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল আনন্দ নিজেই।

জলের গানের এই গায়ক বলেন, ‘মহামান্য প্রেসিডেন্টের আসার কথা আমার ঘরে। তাকে স্বাগত জানানোর জন্য যতটা প্রস্তুতি দরকার আমি নিচ্ছি। তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব। জানা গেছে  যেকোনো দেশ সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে শিল্পীদের স্টুডিও পরিদর্শন করেন ইমানুয়েল ম্যাখোঁ। আজ রাত ১০টার দিকে রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন তিনি। রাহুল আনন্দসহ চারজন শিল্পীর সঙ্গে আলাপ করবেন ফ্রান্সের সংস্কৃতি বিনিময় প্রসঙ্গে। অন্য শিল্পীরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা।

ইমানুয়েল ম্যাখোঁ। ছবি: সংগৃহীতআজ সন্ধ্যার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন ম্যাখোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতেই ঢাকার একটি হোটেলে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এরপর আগামীকাল সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন ম্যাখোঁ। দু’দিনের সফর শেষে সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

জাগ্রত জয়পুরহাট
জাগ্রত জয়পুরহাট