রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৫:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৩

প্রেমিককে দেখতে চান মিমি

প্রেমিককে দেখতে চান মিমি

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী  ও সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু রাজ বিয়ে করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। এরপর থেকেই সিঙ্গেল জীবন পার করছেন মিমি! অভিনয় ও রাজনীতি নিয়েই ব্যস্ত সময় কাটে তার। 

তবে অনুরাগীরা এখনো জানতে চান, বর্তমানে কার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। নতুন কোনো মানুষের আগমন ঘটেছে কি না জীবনে। সম্প্রতি এক ভক্তও নায়িকার কাছে তার প্রেমিকের পরিচয় জানতে চান। মিমিও তাকে নিরাশ করেননি। দিয়েছেন উত্তর। 

ইনস্টাগ্রামে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিমি। সেখানে অভিনেত্রীর নতুন ছবি থেকে শুরু করে ত্বক চর্চার রহস্য, একাধিক বিষয়ে প্রশ্ন আসতে থাকে। এর মধ্যে এক অনুরাগী মিমির কাছে তার প্রেমিককে দেখার আবদার করে বসেন।

অভিনেত্রীও তাকে নিরাশ করেননি। মজার ছলেই দিয়েছেন সেই প্রশ্নের উত্তর। মিমি হেসে বলেন, ‘আমিও দেখতে চাই।’ একই সঙ্গে এই তারকা পাল্টা প্রশ্ন করেন, ‘বিএফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে সেটি তো সবাই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই।’

এর আগেও একাধিকবার ব্যক্তিজীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মিমিকে। অভিনেত্রীও সবসময় সেসবের উত্তর দিয়ে গেছেন। কখনো কিছু আড়াল করার চেষ্টা করেননি। 

বহুদিন ধরে বড়পর্দায় দেখা যাচ্ছে না মিমি চক্রবর্তীকে। তবে এবার পুজায় মুক্তি পাবে এই অভিনেত্রীর নতুন ছবি ‘রক্তবীজ’। যেখানে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে মিমিকে। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদিড্র হওয়া সিরিজে সেরা স্বর্ণামনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজকোপা আমেরিকা ২০২৪ : একনজরে দেখে নিন সূচিবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর