রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৬:১১, ১৯ নভেম্বর ২০২২

আগাম শিম চাষে স্বাবলম্বী আতোয়ার রহমান!

আগাম শিম চাষে স্বাবলম্বী আতোয়ার রহমান!

সুন্দরগঞ্জ উপজেলা আতোয়ার রহমান শিমের আগাম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। প্রতিবছর তিনি আগাম শিমসহ অন্যান্য সবজির আগাম চাষ করে থাকেন। আগাম সবজির বাজারদর ভালো থাকায় প্রতি বছর সবজি চাষে করে তিনি কয়েকগুন লাভ করেন। সবজি চাষে তার এই সফলতা দেখে একই গ্রামের আরো ৩০-৪০ জন কৃষক আগাম সবজি চাষে আগ্রহী হয়েছেন।

জানা যায়, আতোয়ার রহমান সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের বাসিন্দা। বিগত ১০ বছর যাবত তিনি শিমসহ অন্যান্য সবজির চাষাবাদ করে আসছেন। সবজি চাষ করেই তিনি স্বাবলম্বী হয়েছেন। সবজি চাষে তাকে সফল হতে দেখে অনেক কৃষক তার কাছ থেকে পরামর্শ নিয়ে সবজি চাষ শুরু করেছেন।

আতোয়ার রহমান বলেন, আমার ৩৫ শতক জমিতে শীতকালীন শিমের আগাম চাষ করেছি। প্রতি বছরই আমি আগাম সিম, কফি, শশা, করলা, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাক সবজি চাষ করে থাকি। এবছর শিমের ভলো ফলন হয়েছে। শিম বিক্রি শুরু করেছি। শিমের বাজারদর ভালো। প্রতিকেজি শিম ৬০-৮০ টাকা দরে বিক্রি করছি। আশা করছি সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকার শিম বিক্রি করতে পারবো।

তিনি আরও বলেন, চাষাবাদের উপকরণ ও দিন মজুরের মজুরী বাড়ছে। তাই আগের তুলনায় লাভের পরিমাণ কমে যাচ্ছে। একই গ্রামের আলম মিয়া বলেন, আতোয়ার রহমানের সবজি চাষ দেখে আমিও ২ বিঘা জমিতে শীতকালীন সবজির আগাম চাষ শুরু করেছি।

সুন্দরগঞ্জ বাজারের কাচাঁমাল ব্যবসায়ী বিপ্লব মিয়া বলেন, বাজারে আগাম সবজির দাম বেশি। কৃষকরা প্রতিকেজি শিম ৬০-৭০ টাকায় বিক্রি করতে পারছে। আর খুচরা বাজারে ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোপুরি শীত পড়লে এই শিমের দাম কমে ৩০ টাকায় নেমে আসবে। তাই আগাম সবজির দাম বেশি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির বলেন, আগাম সবজি চাষ অনেক লাভজনক। বাজারে আগাম সবজির দাম ভালো থাকে। আর এই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে সবজির আগাম চাষ হয়। আমরা কৃষকদের সবধরনের পরামর্শ ও সহযোগীতা দিচ্ছি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি