সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৬:৩২, ২৬ মে ২০২৩

পেঁয়াজ বীজ উৎপাদনে লাভবান কৃষক ইয়াকুব!

পেঁয়াজ বীজ উৎপাদনে লাভবান কৃষক ইয়াকুব!

সিরাজগঞ্জের পেঁয়াজের বীজ উৎপাদন করে লাভবান কৃষক ইয়াকুব। তিনি দীর্ঘ ৪ বছর যাবত উৎকৃষ্ট মানের পেঁয়াজের বীজের উৎপাদন করছেন। গত বছর লাভবান হওয়ায় এবছর বীজের আবাদ বাড়িয়েছেন। বীজ চাষে তার সফলতা দেখে অনেকেই এর চাষ শুরু করেন। অনেকে তার অনুসরণ করে স্বাবলম্বীও হয়েছেন।

জানা যায়, কৃষক ইয়াকুব আলী শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিল কলমি গ্রামের বাসিন্দা। তিনি অন্যান্য আরো দশজন কৃষকের মতোই পেঁয়াজের চাষ করতেন। তবে গত কয়েকবছর যাবত তিনি পেঁয়াজের বীজ চাষ করে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। তার উৎপাদিত বীজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করা হয়।

পেঁয়াজ বীজ চাষী ইয়াকুব আলী বলেন, আমি আগে পেঁয়াজ চাষ করতাম। ৪ বছর আগে কৃষি বিভাগের পরামর্শে ১০০ শতাংশ জমিতে পেঁয়াজের বীজের আবাদ করি। তারই ধারাবাহিকতায় এখানো এর চাষ করছি। ভালো মানের পেয়াজ বীজ সরবরাহ করায় আমি সফল হয়েছি। আমার উৎপাদিত বীজ নিয়ে কৃষকরা খুব ভাল ফলন পেয়েছেন।

তিনি আরো বলেন, আমার উৎপাদিত বীজের চাহিদা দিন দিন বাড়তে থাকে। এখন আমার উৎপাদিত বীজ স্থানীয় কৃষকরা নেওয়ার পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলাতেও সরবরাহ হয়। ‘ইয়াকুব আলীর পেঁয়াজের বীজ’ সবাই এখন এক নামে চিনে ।

বিল কলমি এলাকার চাষী হালিম সরকার, আব্দুল কাদের, আব্দুল বারি সহ আরো অনেক কৃষকরা বলেন, আমরা প্রতি বছর পেঁয়াজের চাষ করে থাকি। এর চাষ লাভজনক। এছাড়াও আমরা কৃষক ইয়াকুব আলীর কাছ থেকে বীজ সংগ্রহ করে চাষ করি। এতে অনেক বেশি ফলন পাই।

শাহজাদপুর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, বীজ উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক ইয়াকুব আলীকে প্রদর্শনী দিয়ে তার মাধ্যমে বীজ উৎপাদন করা হচ্ছে। কৃষকদের ভাল মানের বীজ সরবরাহ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। তিনি সফলতার সাথে উৎপাদন করে যাচ্ছেন। এছাড়াও শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের এই অঞ্চলে চলতি বছর ৩০-৩৫ হেক্টর জমিতে পিয়াজ চাষ হচ্ছে। তাই এই অঞ্চলে পেঁয়াজের বীজের চাহিদা রয়েছে। আমর কৃষকদের বীজ উন্নয়নে সহযোগিতা করছি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

ঘরের মাঠে জিরোনায় ধরাশায়ী বার্সেলোনাজেলে বসে আইন পড়ে নিজেই মামলা লড়ে জিতলেন আসামিআওয়ামী লীগের যৌথসভা বিকেলেপাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিতযুক্তরাষ্ট্রে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, অংশ নিচ্ছে বাংলাদেশজাতীয় নির্বাচনের আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশনির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ