রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ || ২৫ অগ্রাহায়ণ ১৪৩০

সৃষ্টিরপ্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ১০:১৫, ৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:০৪, ১৬ নভেম্বর ২০২৩

কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা

কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)  সহায়তায় নারী ও যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। যা কক্সবাজারের স্থানীয় নারী ও যুবদের যথেষ্ট দক্ষ করবে যাতে তারা সম্মানজনক  ও শোভন কাজে যুক্ত হতে পারে এবং নিজেরা ব্যবসা শুরু করার মধ্যে দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে।

কানাডা এবং নেদারল্যান্ডসের সরকার অর্থায়িত এই প্রকল্পটি। আইএলও এই প্রকল্পটি ব্র্যাক, ইউএনডিপি এবং এফএও-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়ন করবে। একটি হোটেলে এ প্রকল্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার জেলার নারী ও যুবগোষ্ঠীর সার্বিক উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম সংস্থার সার্বিক সহায়তায় কানাডা এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্রকল্পটি ২০২৫ সালের ৩০ নভেম্বর সময় পর্যন্ত বাস্তবায়নাধীন থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার জেলার ১৮-৩৫ বছর বয়সী ২৪ হাজার কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যা কক্সবাজারের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, একটি জেলায় একক প্রকল্প হিসেবে এ প্রকল্পটি যুব উন্নয়ন অধিদফতরের একটি বৃহৎ প্রকল্প। এবং কক্সবাজারবাসীর জন্য এটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বিশেষ উপহার। বিশেষ উপহার কারণ প্রকল্পটি শুধু কক্সবাজার জেলার জন্য নেওয়া হয়েছে। এছাড়াও কক্সবাজারে যুব উন্নয়ন অধিদফতরের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টেকাব ও ইমপ্যাক্ট প্রকল্প চলমান পাশাপাশি এখানে বিশ্বব্যাংকের অর্থায়নে আর্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

হোটেল ওশান প্যারাডাইসে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

শিরোনাম

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিনবন্ধ হচ্ছে গুগল পডকাস্টভাইরাল এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে যা বলল শিক্ষা বোর্ডদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজপাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতকালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতউন্নতি করতে নয়, জিততে এসেছিঃ শান্তডিম পাড়বে বিরল কচ্ছপ, তাই মিসাইল পরীক্ষা স্থগিতআজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসজয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতশিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাইঃ দীপু মনিক্ষতিকারক যেসব অ্যাপ প্লে স্টোর থেকে ডিলিট করল গুগলসায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজবিনামূল্যে স্কুল চালিয়ে শিক্ষক পেলেন ১০ কোটি টাকা পুরস্কারআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজসূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্যবিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?সোনিয়া গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন মোদি