শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৪২, ১৩ জুলাই ২০২২

চোখে আঘাত পেলে যা করণীয়

চোখে আঘাত পেলে যা করণীয়

কাজ করতে গিয়ে বা অসাধানতাবশত চোখে আঘাত লাগতে পারে। অনেক সময় চোখে পোকা ঢুকে যায়। পড়তে হয় অসুবিধায়। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলে কী করবেন, জানিয়ে দিচ্ছি। শিশু, কিশোর বা বড় যেই হোন না কেন- চোখে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার পানির ধারা দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। বিশেষ করে চোখে যদি ধুলাবালুর মতো কিছু পড়ে।

পোকা বা কণা জাতীয় কিছু নজরে পড়লে হালকা করে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে হবে। তবে যদি মনে হয় কোনো কিছু বিঁধে আছে, তবে স্পর্শ না করাই ভালো।

কেবল একটু আঁচড় লেগেছে, তেমন কিছু চোখে পড়েনি, এমনটি মনে হলে যেকোনো একটি অ্যান্টিবায়োটিক ড্রপ ডোজ মেনে ব্যবহার করতে পারেন। চোখ অনেক ফুলে গেলে বা চোখ খুলতে অসুবিধা বোধ করলে, রক্তক্ষরণ হলে, দৃষ্টি ঝাপসা লাগলে বা প্রচণ্ড ব্যথা হলে চক্ষুবিশেষজ্ঞের কাছে যেতে হবে।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়