কুয়াশাসিক্ত ঢাকা

কবি ভাস্কর চক্রবর্তীর শীতকালের অপেক্ষা এখন শেষের দিকে। কেননা শীতকাল এখন দুয়ারে। শীতকালের জন্য সুপর্ণা নামের কাউকে জানিয়েছেন তার বিষণ্নতার কথা। শীত অবশেষে এসেছে।
আবহাওয়ার দুরন্ত সেতু পাড়ি দিয়ে এখন শীত এখন বাংলাদেশে। বুধবার ভোর থেকে হঠাৎ করেই রাজধানী ঢাকা ছেয়ে যায় কুয়াশায়। নগরবাসী কিছুটা অপ্রস্তুতই হয়েছেন বটে।
ভোরে সূর্য উঠলেও দিনের শুরু থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত তার দেখা মেলেনি। কুয়াশায় যেন হার মানে রোদের তীব্রতা। থেমে থেমে নগরবাসীকে ছুঁয়ে যায় কুয়াশায় ঘেরা ঘন বাতাস।
এবারে কার্তিক মাসের শেষে রাজধানীতে হঠাৎ এই শীতের আমেজ নগরবাসীকে একটু অবাক করেছে।
বায়ু দূষণের কারণে বিপর্যস্ত ঢাকায় অনেকেই কুয়াশার কারণে বাড়তি শ্বাসকষ্টের মুখোমুখি হচ্ছেন। এছাড়া কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বহু গাড়িকেই হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।
জাগ্রত জয়পুরহাট