আবেদনের শেষ তারিখ- ২৮ ডিসেম্বর ২০২১
প্রতিষ্ঠান- বাংলাদেশ রেলওয়ে
পদের নাম- পয়েন্টসম্যান
পদ সংখ্যা- ৭৬২ টি
আবেদন ফী- ৫৬ টাকা
আবেদন শুরু- ২৩ নভেম্বর ২০২১
আবেদনের লিংক- http://br.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখ- ২৮ ডিসেম্বর ২০২১
পয়েন্টসম্যানের কাজ
ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে কাজ করেন পয়েন্টসম্যান বা পি-ম্যান। স্টেশন ছাড়ার আগে ট্রেনচালকের কাছে ট্র্যাক ও অন্যান্য বিষয়ে স্টেশনমাস্টারের নির্দেশনা পৌঁছে দেন পয়েন্টসম্যান। কোথাও কোথাও রেল ট্র্যাক পরিবর্তনের কাজটিও করেন পয়েন্টসম্যান।
পয়েন্টসম্যানের দায়িত্ব ও পদোন্নতি
পয়েন্টসম্যানকে রেলওয়ের পয়েন্টসংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন একটি ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগন্যালিং সিস্টেম কোনো কারণে ফেল করে, তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টসম্যানকে করতে হয়।
একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যোজন-বিয়োজন করে সাজানোও তার কাজ। মালবোঝাই গাড়ি দ্রুত ও দক্ষতার সঙ্গে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে। কাজের দক্ষতা ও অভিজ্ঞতার সুবাদে একজন পয়েন্টসম্যানের ‘চিফ ইয়ার্ড মাস্টার’ পর্যন্ত পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে।