ইতিহাসের এই দিনে: মোটরসাইকেলে ৫৮ আরোহী চড়ার রেকর্ড

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়।
তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।একটি মোটরসাইকেলে দুজন কিংবা তিনজন চড়া সাধারণ বিষয়। কিন্তু যদি একটি মোটরসাইকেলে একসঙ্গে ৫৮ জন চড়ে বসেন, তাহলে যে কারও চোখ কপালে উঠবে। এমনটাই ঘটেছে ২০১৭ সালের ১৯ নভেম্বর, ভারতের বেঙ্গালুরুতে। ভারতীয় সেনাবাহিনীর এএসসি টর্নেডোস দলের সদস্যরা এই রেকর্ড গড়েন।
একটি মোটরসাইকেলে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ চড়ার বিশ্ব রেকর্ড এটি।
সূত্র: প্রথম আলো