সোমবার   ০৯ সেপ্টেম্বর ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:২২, ৩০ জুলাই ২০২৪

উচ্ছ্বাস আনন্দে মৌসুমী–মুন্নী

উচ্ছ্বাস আনন্দে মৌসুমী–মুন্নী
সংগৃহীত

নপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বিভিন্ন আয়োজনের স্থিরচিত্র কিংবা রিলস। রোববার বাংলাদেশ সময় দুপুরে কয়েকটি স্থিরচিত্র ও রিলসে তিনি হাজির হন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে নিয়ে। তাদের পারস্পরিক হৃদ্যতা ফুটে ওঠে ছবিতে। সে সূত্র ধরে কথা হলো মুন্নী ও মৌসুমীর সঙ্গে। তারা জানালেন কন্যা সন্তানদের অধিকার বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহন করতে ওকলাহোমার তুলসাতে গিয়েছেন।

মুন্নী বললেন, আমরা কন্যা সন্তানদের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে এসেছি। এখানে গান করেছি। কন্যা সন্তানদের অধিকার নিয়ে কথা বলেছি। ভালো সময় কেটেছে। 
কী গান করেছেন প্রশ্ন করলে মুন্নী বললেন, আমি মৌসুমীর জনপ্রিয় কিছু গান করলাম। তার মাঝে রয়েছে ও আমার বন্ধু গো, এখন তো সময় ভালোবাসার, খায়রুন লো ইত্যাদি। মৌসুমীও গাইলো। গানের সঙ্গে পারফর্ম করলো। দর্শকের সাড়া ছিলো অভাবনীয়।

মুন্নীর সূত্র ধরে মৌসুমী জানান, মুন্নীর সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। অনেকদিন পর তার সঙ্গে ভালো সময় কাটালাম। আমাদের মানসিক বন্ধন চমৎকার। তার সঙ্গে শো থাকলে আরাম পাই।

প্রিয়দর্শিনী আরো যোগ করলেন, অনুষ্ঠানের থিম ছিলো মেয়ে সন্তানদের অধিকার কিংবা ক্ষমতায়ন। ছোটবেলা থেকে তাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তারা তাদের অধিকার কতটুকু তা বুঝতে পারে না। সেগুলো প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিপদে পড়লে যেন অসহায় বোধ না করে। মেয়েদের জন্য যেন একটি সমাজ তৈরী করা যায়। প্রসঙ্গত, অনুষ্ঠানটি আয়োজন করেন জান্নাতুল ফেরদৌস ও তার স্বামী।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ